Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

স্ত্রীসহ ৩ জন খুনের দায়ে স্বামী আটক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০২০, ১২:২০ পিএম

সারাদেশের বিভিন্নস্থানে পারিবারিক কলহের জেরে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। সামন্য অজুহাতে অস্ত্র হাতে নিচ্ছে মানুষ। আর এতে খুন হচ্ছে অনেক মানুষ। বিশেষ করে নারী ও শিশুরা। এবার নরসিংদীর শিবপুরে স্ত্রীসহ তিন জনকে খুনে ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্বামী বাদলকে আটক করেছে পুলিশ।

রোববার (১৩ সেপ্টেম্বর) ভোরে শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের কুমরাদী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, স্ত্রী নাজমা (৪৫), মানোয়ারা (৪২) ও তার স্বামী তাজুল ইসলাম (৫২)।

স্থানীয় সূত্রে জানা যায়, বাদল স্ত্রীসহ তাজুলের বাড়িতে ভাড়া থাকতেন, তিনি পেশায় কাঠ মিস্ত্রি। বাদলের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ইছাখালী গ্রামে। পারিবারিক কলহের জের ধরে এ খুনের ঘটনা ঘটে থাকতে পারে বলে স্থানীয়দের ধারণা।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ক্রাইম সিনের সদস্যরা কাজ করছেন। মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুনি আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ