মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
প্রতিদিনের মতোই জঙ্গলে ছাগলের পাল চরাতে গিয়েছিল ভারতের মধ্য প্রদেশের ভোপালের বেতুল গ্রামের বাসিন্দা, ১৫ বছরের দীপক। মঙ্গলবার আচমকাই তার উপর চড়াও হয় বিশাল এক মা ভাল্লুক, সঙ্গে তার ছোট ছানা! ধারাল নখে ছিঁড়েখুড়ে দিতে থাকে দীপককে। প্রাণপণ নিজেকে বাঁচানোর চেষ্টা করে দীপক, কিন্তু ভাল্লুকের শক্তির সঙ্গে টিকতে না পেরে গলা ফাটিয়ে চিৎকার করতে থাকে আক্রান্ত যুবক, কিন্তু গহীন জঙ্গলে কে তার ডাকে সাড়া দেবে? ঠিক এমন সময়েই ঘটে গেল আশ্চর্য এক ঘটনা। বনের একদিকে চরে বেড়াচ্ছিল একদল বুনো মহিষ। দীপকের চিৎকার তাদের কানে যায়। মুহূর্তের মধ্যে ছুটে আসে মহিষের দল, ঝাঁপিয়ে পড়ে ভাল্লুকটির উপর। মহিষের দলের সঙ্গে কুলিয়ে উঠতে না পেরে রণে ভঙ্গ দিয়ে বাচ্চাকে নিয়ে পালিয়ে যায় মা ভাল্লুক। বর্তমানে দীপক বেতুল জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন। একটি সর্বভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দীপক জানালেন, আমি জঙ্গলে ছাগল চরাতে গিয়েছিলাম। আচমকাই একটি মা ভাল্লুক ও ছানা আমার উপর হামলা করে। আমি প্রাণভয়ে চেঁচাতে থাকি, তখনই ছুটে আসে এই মহিষের দল। ঝাঁপিয়ে পড়ে ভাল্লুক দুটির উপর। প্রায় ১৫ থেকে ২০ টি মহিষ ছিল দলে। নিউজ ১৮।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।