Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

পুত্র সন্তানের মা হলেন শুভশ্রী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০২০, ৪:১৯ পিএম

পুত্র সন্তানের মা হলেন কলকাতার অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে সন্তান জন্ম দেন নায়িকা। এমন খবরে স্বস্তির হাওয়া বইছে গাঙ্গুলি ও চক্রবর্তী পরিবারে।

জানা গেছে, শুভশ্রী ও তার সদ্য জন্ম নেওয়া পুত্র সন্তান দুজনেই সুস্থ আছেন। এদিন সকালে স্ত্রীকে সঙ্গে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছিলেন রাজ চক্রবর্তী। সম্ভবত, এটি অভিনেত্রীর হাসপাতালে যাওয়ার আগ মুহুর্তে তুলেছিলেন রাজ।

প্রিয় নায়িকার মা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই আনন্দে আত্মহারা শুভশ্রী ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা বার্তা জানাচ্ছেন তারা। পাশাপাশি জিৎ, নুসরাত, শ্রাবন্তী, প্রিয়াঙ্কা সহ টলিগঞ্জের অনেক সহকর্মীই শুভশ্রীকে অভিনন্দন জানিয়েছেন।

চলতি বছরের ১১ মে নিজেদের দ্বিতীয় বিবাহ বার্ষিকীতে ভক্তদের সঙ্গে খুশির সংবাদ ভাগ করে নিয়েছিলেন রাজ-শুভশ্রী দম্পতি। মূলত এরপর থেকেই রাজ-শুভশ্রীর ঘরে নতুন সদস্য কবে আসবে তা নিয়ে চর্চা চলছিলো ভক্ত মহলে। অবশেষে শুভশ্রী ভক্তদের অপেক্ষার প্রহর ফুরালো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ