Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুর্দিনেও খুশির সংবাদ শোনালেন শুভশ্রী গাঙ্গুলী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১১ মে, ২০২০, ৪:৫৩ পিএম
করোনা সঙ্কটে দীর্ঘদিন বন্ধ আছে টলিগঞ্জের সিনেমাপাড়া। এই পরিস্থিতিতে ঘরবন্দি সময় কাটাচ্ছেন নির্মাতা ও তারকারা। এমন দুর্দিনে ওপার বাংলা থেকে ভেসে আসলো খুশির সংবাদ।
 
কলকাতা সিনেমার পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর বিয়ের একবছর পূর্ণ হলো। এবার তাদের দ্বিতীয় বিবাহ বার্ষিকীতে নায়িকে স্বামী রাজকে শোনালেন খুশির সংবাদ। প্রথমবারের মতো মা হতে চলেছেন কলকাতার এ চিত্রতারকা। বিষয়টি নিশ্চিত করেছেন শুভশ্রী নিজেই।
 
নিজের অন্তঃসত্ত্বার খবর জানিয়ে নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেছেন নায়িকা। সেখানে তিনি বলেন, ‘আমাদের দ্বিতীয় বিবাহবার্ষিকী আজ। এই দিনে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের জীবনে আরও একজন আসতে চলেছে। আমি প্রেগনেন্ট!’
 
প্রসঙ্গত, ২০১৮ সালের ১০ মে দক্ষিণ কলকাতার বাওয়ালি রাজবাড়িতে রাজ-শুভশ্রী গাটছাড়া বেঁধেছিলেন। এর কিছুদিন পর থেকেই নিজেদের কাজে নেমে পড়েন এ তারকা দম্পতি।  এমন দুর্দিনেও টলিগঞ্জ এমন খবরে বেশ উচ্ছ্বসিত। 
 


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শুভশ্রী গাঙ্গুলী
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ