Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাজিদের বিরুদ্ধে ফের যৌন হেনস্তার অভিযোগ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০২০, ৩:৩৪ পিএম

বলিউড নির্মাতা সাজিদ খানের বিরুদ্ধে ফের যৌন হেনস্তার অভিযোগ আনলেন পউলা নামের এক মডেল। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সাজিদকে নিয়ে এমন বিস্ফোরক মন্তব্য করেন এই মডেল।

নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেছেন পউলা। যেখানে তিনি লিখেছেন, '২০১৮ সালে শুরু হওয়া মি টু আন্দোলনের সময় সাজিদের বিরুদ্ধে মুখ খুলেছেন অনেকেই। কিন্তু সেসময় আমি সাহস করে কিছু বলতে পারিনি। কেননা তখন আমার কোনো গডফাদার ছিল না এবং আর্থিকভাবে ততটা সচ্ছল ছিলাম না। তাই ওই সময় আমি চুপ ছিলাম।'

সাজিদের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনে তিনি আরও বলেন, 'এখন আমার মা-বাবা আমার সঙ্গে থাকেন না। আমি নিজে আয় করি এবং যথেষ্ট স্বাবলম্বী। আমার মনে হয় এখন আমার কথা বলার সময় এসেছে। যখন আমার বয়স ১৭, তখন সাজিদ আমাকে হেনস্তা করেছেন। আমার সঙ্গে সাজিদ খুব খারাপ ভাষায় কথা বলতেন এবং আমাকে বাজেভাবে স্পর্শ করার চেষ্টা করেছেন। এমনকি' হাউসফুল' সিনেমায় সুযোগ দেওয়ার জন্য তিনি আমাকে নগ্ন হতেও বলেছিলেন।’

ওই মডেলের কথায়, 'কতজন মেয়ের সঙ্গে যে এমন ব্যবহার করেছেন সাজিদ, সেটা ভাবলেও শিউরে ওঠেন তিনি। নাবালিকা অবস্থায় এমন ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়ে মানসিকভাবে ভেঙ্গে পড়েছিলেন।' পউলার দাবি, সাজিদের মতো নোংরা মানসিকতার মানুষের জায়গা সংশোধনাগারে। কাস্টিং কাউচ ও স্বপ্ন চুরমার করে দেওয়ার অভিযোগে তার জেলে থাকা উচিত।'

তবে এবারই প্রথম নয়, এর আগেও ২০১৮ সালে বলিউডে শুরু হওয়া মিটু আন্দোলনে সাজিদ খানের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছিলেন একাধিক মডেল ও অভিনেত্রীরা। সেসময় বিতর্কিত হওয়ার কারনে 'হাউজফুল ৪'-এর পরিচালকের আসন থেকে বাদ পড়েছিলেন তিনি। এরপর থেকেই জনসম্মুখে আর সেভাবে দেখা যায় না ৪৯ বছর বয়সী এই নির্মাতাকে৷



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ