Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যৌন অসদাচরণের কারণে ‘হাউসফুল ফোর’ পরিচালনা থেকে বাদ পড়লেন সাজিদ খান

| প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০১৮, ১২:০৩ এএম

যৌন অসদাচরণের জন্য ‘হাউসফুল ফোর’ চলচ্চিত্রের দায়িত্ব থেকে অব্যাহতি পেলেন সাজিদ খান আর তার স্থলাভিষিক্ত হয়েছেন হয়েছেন ‘হাউসফুল থ্রি’ পরিচালক ফরহাদ সামজি। ফরহাদ বিষয়টি স্বীকার করেছেন অন্য এক সূত্র বলেছে, “স¤প্রতি প্রকাশিত তথ্য এবং অভিযোগকারীদের চাপে সাজিদ খান ‘হাউসফুল ফোর পরিচালনা থেকে অব্যাহতি নিয়েছেন চলচ্চিত্রটির কাজ ইতোমধ্যে শুরু হয়ে যাওয়ায় যাতে বাজেট না বেড়ে যায় সেজন্য প্রযোজকরা ফরহাদ সামজিকে পরিচালনার দায়িত্ব দিয়েছে।” সূত্র আরও বলেছে, “ফরহাদ এর আগে ‘হাউসফুল থ্রি’ পরিচালনা করেছেন এবং সেটি সাফল্য পেয়েছে। তিনি সিরিজটির সঙ্গে পরিচিত বলে তাকে চলচ্চিত্রটি পরিচালনার দেয়া যৌক্তিক বোধ করেছে প্রযোজকরা।” এর আগে অভিনেত্রী রেচেল হোয়াইট, সহকারী পরিচালক সালোনি চোপড়া এবং সাংবাদিক কারিশমা উপাধ্যায় সাজিদের হাতে যৌন হয়রানি শিকার হবার অভিযোগ করেন। সর্বশেষ অভিনেত্রী সিমরান সুরি টুইট করেছেন : “তিনি ‘হিম্মতওয়ালা’ চলচ্চিত্রের কাস্টিংয়ের সময় তার জুজুর বাসায় অডিশনের সময় আমাকে নগ্ন হতে বলেছিলেন।”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ