বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহী বিভাগের আট জেলায় গত ২৪ ঘণ্টায় ৭৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্তের শনিবার দুপুর পর্যন্ত এ বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৮২৪ জনে। বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ২৮১ জন এবং সুস্থ্য হয়েছেন ১৪ হাজার ৬৭৯ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৪ হাজার ৮০১ জন। একই সময়ে বগুড়ায় দুইজন করোনা আক্রান্ত রোগি মারা গেছেন।
দুপুরে এক প্রতিবেদনে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তারের পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের মধ্যে রাজশাহীতে ১৩ জন, নাটোরে ১৮ জন, বগুড়ায় ৩৪ জন ও সিরাজগঞ্জে ১১ জন। তবে চাঁপাইনবাবগঞ্জে, নওগাঁয়, জয়পুরহাটে ও পাবনায় এ দিন কোন করোনা রোগি শনাক্ত হয়নি।
তিনি জানান, রাজশাহী বিভাগে এ পর্যন্ত করোনা আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ৭ হাজার ১২৯ জন। এছাড়াও রাজশাহীতে ৪ হাজার ৭৪০ জন, চাঁপাইনবাবগঞ্জে ৭৩৮ জন, নওগাঁয় ১ হাজার ২১৭ জন, নাটোরে ৯২৪ জন, জয়পুরহাটে ১ হাজার ১১ জন, সিরাজগঞ্জে ২ হাজার ১৩ জন ও পাবনায় ১ হাজার ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে।
তিনি বলেন, সরকারি হিসেবে এ পর্যন্ত বিভাগের আট জেলায় মৃতের সংখ্যা ২৮১ জন। এর মধ্যে রাজশাহীতে ৪২ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নওগাঁয় ১৭ জন, নাটোরে ৯ জন, জয়পুরহাটে ৭ জন, বগুড়ায় ১৭০ জন, সিরাজগঞ্জে ১৩ জন ও পাবনায় ৯ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।
এ পর্যন্ত রাজশাহী বিভাগে সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১৪ হাজার ৬৭৯ জন করোনা আক্রান্ত রোগি। এর মধ্যে রাজশাহীতে ৩ হাজার ৫৯২, চাঁপাইনবাবগঞ্জে ৬২৩ জন, নওগাঁয় ১ হাজার ৮৬ জন, নাটোরে ৭১৭ জন, জয়পুরহাট ২৩০ জন, বগুড়ায় ৬ হাজার ৮২ জন, সিরাজগঞ্জ ১ হাজার ৪০৮ জন ও পাবনায় ৯৪১ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।