বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমণ আরো কিছুটা বাড়লেও টানা তৃতীয় দিনের মত কোন মৃত্যুর খবর না থাকলেও সুস্থতার সংখ্যা আবার কিছুটা কমেছে। শণিবার দুপুরের পূর্ববর্তি ২৪ ঘন্টায় দক্ষিণাঞ্চলে ৬ জেলায় আরো ২৮ জন করোনায় আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। যা শুক্রবারে ছিল ২০, বুধবারে ২৪ ও মঙ্গলবারে ২১। এ নিয়ে দক্ষিণাঞ্চলে সরকারী হিসেবে মোট আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৯৬৯ জনে পৌছল। আর এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১৬৬ জনের। তবে শণিবার নতুন সুস্থ হয়েছেন ৩২ জন যা শুক্রবারে ছিল ৬২ এবং বৃহস্পতিবারে ৭৬। বুধবারে সংখ্যাটা ছিল ৯৭। স্বাস্থ্য বিভাগের অনুমিত হিসেবে শণিবার পর্যন্ত দক্ষিণাঞ্চলে মোট সুস্থ হয়েছে ৬ হাজার ৫৯৫ জন।
বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে গত ২৪ ঘন্টায়ও ২৮২ জনের নমুনা পরিক্ষায় করেনা পজিটিভ মিলেছে ৩০ জনের দেহে। যা আগের দিন ছিল ২৫, আর বৃহস্পতিবার সংখ্যাটা ছিল ২০। অপরদিকে ভোলা জেলা হাসপাতালে শণিবার সকালের পূর্ববর্তি ২৪ ঘন্টায় মাত্র ২৭ জনের নমুনা পরিক্ষায় করোনা পজিটিভ সনাক্ত হয়েছে ৩ জনের দেহে। জেলাটিতে করোনা নমুনা পরিক্ষার সংখ্যা ক্রমশ কমছে। শুক্রবারে নমুনা পরিক্ষার সংখ্যা ছিল ৪৭, বৃহস্পতিবারে ৫৬ এবং বুধবারে ৭৩ ।
শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে শণিবার সকালে এমাসের সর্বোচ্চ সংখ্যক ৪৫ জন রোগী চিকিৎসাধীন ছিল। তবে করোনা ওয়ার্ডে রোগীর সংখ্যা আগের দিনের ২৫ থেকে শণিবার সকাল পর্যন্ত ২৩জনে হ্রাস পেয়েছে। আর আইসিইউ’তে চিকিৎসাধীন ছিল ৬ জন।
শণিবার দুপুরের পূর্ববর্তি ২৪ ঘন্টায় বরিশালে নতুন করোনা সংক্রমনের সংখ্যা আগের দিনের সমান ১৩ জনই রয়েছে। দক্ষিণাঞ্চলে করোনা হটস্পট বরিশালে এপর্যন্ত ৩,৩২৯ জন আক্রান্তের মধ্যে ৬৬ জনের মৃত্যু হয়েছে। পটুয়াখালীতে গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা আগের দিনের একজন থেকে ৭ জনে উন্নীত হয়েছে। জেলাটিতে এপর্যন্ত ১,৩৫৯ জন আক্রান্তের মধ্যে ৩৭ জনের মৃত্যুর কথা সরকারীভাবে জানান হয়েছে। ভোলাতেও আক্রান্তের সংখ্যা আগের দিনের ১ থেকে ৩জনে উন্নীত হয়েছে। জেলাটিতে এপর্যন্ত ৬৯৬ জন আক্রন্তের মধ্যে ৬জন মারা গেছেন। বরগুনাতে আগেরদিন কোন আক্রান্ত না থাকলেও শণিবার নতুনকরে দুজন সহ মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৮৮৪ জনে। এর মধ্যে মারা গেছেন ১৯ জন।
তবে পিরোজপুরে আক্রান্তের সংখ্যা আগের দিনের ৩ থেকে দুজনে হ্রাস পাবার ফলে মোট সংখ্যাটা দাড়িয়েছে ১,০২৪ জনে। আর মত্যু হয়েছে ২২ জনের। অপরদিকে ছোট জেলা ঝালকাঠীতেও শণিবার নতুন আক্রান্তের সংখ্যা আগের দিনের দুই থেকে একজনে হ্রাস পাবার ফলে মোট সংখ্যাটা দাড়িয়েছে ৬৭৭। আর মৃত্যুবরন করেছেন ১৬ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।