Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সীমান্ত পথে ভারতে যাচ্ছে মাছের রেণু

সীমানা পেরোলেই দ্বিগুণ দাম : পশ্চিমবঙ্গ আসাম ও ত্রিপুরার খামারগুলো বাংলাদেশের উপর নির্ভরশীল

মহসিন রাজু, বগুড়া থেকে | প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৩ এএম

দুই দশক আগেও বগুড়াসহ উত্তরের হাটবাজারে সস্তায় দেখা মিলতো ভারতীয় রুই, কাতলা, মৃগেল বাউশ মাছ। চোরা চালান হয়ে আসা ভারতীয় মাছের চালান ধরা পড়তো প্রতিনিয়তই। ভারতীয় এই মাছগুলো চাষ হতো পচা হাজা মজা লেক জলাশয়ে। ওই সব মাছের খাদ্য ছিল বিভিন্ন প্রকারের বর্জ্য দ্রব্য। তবে ক্রেতাদের কাছে ভারতীয় মাছের কোন কদর ছিল না ।

তবে গত একযুগে বাংলাদেশে মাছ চাষের পরিকল্পিত প্রসারের ফলে দেশ এখন মাছে স্বয়ংসম্পুর্ণ ও স্বনির্ভর। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীদের উদ্ভাবনের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদের প্রচেষ্টার ফলে উত্তরের কেন্দ্রীয় জেলা শহর বগুড়ার ৩৬০টি রেজিস্ট্রার্ড মৎস্য হ্যাচারির উৎপাদিত রেণু ও পোনা মাছ এখন দেশের চাহিদা মিটিয়ে সীমান্ত পথে প্রতিবেশি ভারতেও যাচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরা রাজ্যের মৎস্য খামার গুলো এখন অনেকটাই বগুড়ার রেণু পোনার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে বলে তথ্য মিলেছে। বিশেষ করে বগুড়ার মৎস্য হ্যাচারি গুলোর পাবদা মাছের রেণুপোনার তীব্র চাহিদা রয়েছে ভারতীয় মৎস্য খামারিদের কাছে।

বিষয়টির সত্যতা সম্পর্কে জানতে বগুড়ার জেলা মৎস্য কর্মকর্তা সরকার আনোয়ারুল কবীর জানান, করোনার আগে পর্যন্ত প্রতিদিন গড়ে প্রায় ৭ থেকে ৮ টন মাছের পোনা ভারতে যেত। তিনি জানান, পৃথিবীতে মৎস্য উৎপাদনের দিক থেকে পরিমাণগতভাবে তৃতীয় অবস্থানে থাকলে ও কোয়ালিটি প্রডাকশনে এগিয়ে আছে বাংলাদেশ। তাছাড়া তাদের কাছে।বগুড়ার মৎচাষিরা খুবই সম্ভাবনাময়।
জানতে চাইলে মৎস্য খামারী মাও. ফজলে রাব্বী তোহা জানান, বগুড়ায় দেশীয় প্রজাতির রেণু যেমন, পাবদা, কৈ, মাগুর, শিং, স্টার বাইম, ট্যাংরা, মওয়া (মলা), চিতল প্রভৃতি মাছের রেণুু পোনা উৎপাদনে ব্যাপকভাবে সফল হয়েছে। তিনি জানান, বগুড়ায় উৎপাদিত দেশীয় মাছের পোনার ব্যাপক চাহিদার ভারতের বাজারে চাহিদার কারণে সীমানা পেরোলেই রেণু পোনার দাম দ্বিগুণ হয়ে যায় ।

সং¯িøষ্ট সুত্র গুলো জানায়, বগুড়ায় উৎপাদিত পাবদা মাছের পোনার সবচেয়ে বেশি চাহিদা রয়েছে ভারতে। এছাড়াও সোনালী রঙের স্টার বাইম ( বড় সাইজের গচি মাছ ), চিতল ও ফলি মাছেরও রয়েছে ব্যাপক চাহিদা। উত্তরের হিলী, গোদাগাড়ি সীমান্ত পথে নিয়মিতভাবে পাচার হয় রেণু পোনা। তবে বেনাপোল ও আখাউড়া সীমান্ত পথে যাচ্ছে পোনার বড় বড় চালানগুলো। মৎস্য চাষ ও হ্যাচারি সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, দেশের বাজারে ভারতীয় নিম্ন মাছের আগমন বন্ধ হওয়ার পাশাপাশি বাংলাদেশি রেণু পোনার ভারত যাত্রা একটা বিরাট ও দৃষ্টি গ্রাহ্য অগ্রগতি।

 



 

Show all comments
  • প্রতিদিন কুমিল্লা ১২ সেপ্টেম্বর, ২০২০, ৪:১৭ এএম says : 0
    বাংলাদেশে কোনো কিছুর বাম্পার ফলন হলে ভারত ভোগ করার চেষ্ট করে।
    Total Reply(1) Reply
    • mohosin ১২ সেপ্টেম্বর, ২০২০, ৫:৪১ পিএম says : 0
      ঠিক । তবে মুল্য পরিশোধ সাপেক্ষ ভোগ করলে সেটা দেশের জন্য ভালো কি বলেন ?
  • বিপুলেন্দু বিশ্বাস ১২ সেপ্টেম্বর, ২০২০, ৪:১৮ এএম says : 0
    মাছের রেণু রপ্তানি করে আয় করা হোক।
    Total Reply(1) Reply
    • mohosin ১২ সেপ্টেম্বর, ২০২০, ৫:৪১ পিএম says : 0
      রাইট
  • জাবের পিনটু ১২ সেপ্টেম্বর, ২০২০, ৪:১৯ এএম says : 0
    তবে দাদাদের যেন একেবারে সস্তায় দেয়া না হয়।
    Total Reply(1) Reply
    • mohosin ১২ সেপ্টেম্বর, ২০২০, ৫:৪২ পিএম says : 0
      আই ডু এগ্রিড
  • বিবেক ১২ সেপ্টেম্বর, ২০২০, ৪:১৯ এএম says : 0
    খুবই ভালো খবর। মাছের রেনু বিক্রি করে আমাদের অনেক অর্থ আয়ের সুযোগ আছে।
    Total Reply(1) Reply
    • mohosin ১২ সেপ্টেম্বর, ২০২০, ৫:৪৩ পিএম says : 0
      আপনাকে ধন্যবাদ ।
  • দু খী জীবন ১২ সেপ্টেম্বর, ২০২০, ৪:২১ এএম says : 0
    মাছের রেনুর চোরাচালান বন্ধ করে যথাযথ ভাবে রপ্তানি বাড়লে দেশ অনেক উপকৃত হবে।
    Total Reply(1) Reply
    • mohosin ১২ সেপ্টেম্বর, ২০২০, ৫:৪৩ পিএম says : 0
      যথার্থ জনাব । ধন্যবাদ ।
  • aakash ১২ সেপ্টেম্বর, ২০২০, ৯:৪৬ এএম says : 0
    fuler renu sunechi .... macher renu ta abar ki jinis????
    Total Reply(1) Reply
    • mohosin ১২ সেপ্টেম্বর, ২০২০, ৫:৪০ পিএম says : 0
      ডিম থেকে ফুটে বাচ্চা বের হওয়ার পরের স্টেজকে রেনু এবং মাছের আকৃতি লাভের পরে বলা হয় পোনা । আশাকরি বুঝতে পেরেছেন ।

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাছ

৯ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ