Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জুমআর নামাজের মাধ্যমে খুলে দেয়া হলো মসজিদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৩ এএম

করোনা প্রাদুর্ভাবের কারণে গত এপ্রিল মাসের প্রথম সপ্তাহ হতে কম্বোডিয়ায় মসজিদ, মন্দির, প্যাগোডাসহ ধর্মীয় উপাসানলয় বন্ধ করে দেয়া হয়েছিল। শুক্রবার হতে পুনরায় দেশটির মসজিদসহ সকল ধর্মের উপসনালয় চালু করা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে ফের শুরু হয়েছে নামাজ আদায়। খবরে বলা হয়, শুক্রবার জুমআর নামাজের মাধ্যমে পুনরায় মসজিদ নিয়মিত নামাজের জন্যে খুলে দেয়া হয়েছে। রাজধানী নমপেনের কেন্দ্রীয় জামে মসজিদে প্রায় এক হাজার মুসল্লী সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করেন। কম্বোডিয়া ন্যাশনাল এ্যাসেম্বলীর সংসদ সদস্য ড. মোনসেনসহ মুসলিম নেতৃবৃন্দ নামাজে অঙ্কগ্রহণ করে আল্লাহর শুকরিয়া আদায় করেন। উল্লেখ্য, কম্বোডিয়ায় ৬ লক্ষাধিক মুসলিম বসবাস করেন। ধর্মীয় রীতিনীতি মেনে সবাই সেখানে শান্তিপূর্ণভাবে বসবাস করছেন। সিনহুয়া নেট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মসজিদ

১৫ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ