Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টপলেস নারীদের বিক্ষোভ, গ্রেফতার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৩ এএম

আবহাওয়া পরিবর্তনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে ব্রিটিশ পার্লামেন্টের বাইরে বিক্ষোভ করছিলেন অর্ধনগ্ন বা টপলেস নারীরা। এ সময় পুলিশ তাদের কয়েক ডজনকে গ্রেফতার করেছে। ‘এক্সটিঙ্কন রিবেলিয়ন’ (এক্সআর)-এর ব্যানারে তারা সমবেত হয়েছিলেন। এ সময় তাদের পরণে ছিল শুধু একটি ট্রাউজার। মুখে ছিল একটি মাস্ক পরা। তাতে ইংরেজিতে লেখা ছিল ‘ফোর সি’। এটা দিয়ে তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলে কি কি সমস্যা দেখা দেবে সে বিষয়ে ইঙ্গিত করা হয়। এ খবর দিয়েছে নিউজিল্যান্ডের অনলাইন নিউজহাব। বিলম্বে পাওয়া খবরে বলা হয়, বৃহস্পতিবার ব্রিটিশ হাউজ অব পার্লামেন্টের বাইরে এসব নারী সমবেত হয়েছিলেন সকালে। তারা যে ব্যানার বহন করছিলেন তাতে লেখা ছিল ‘ক্যান্ট বিয়ার দ্য ট্রুথ?’ এর মাধ্যমে আবহাওয়া পরিবর্তন সম্পর্কে সত্য অবমুক্ত করার আহবান জানানো হয়। এতে যোগ দেয়া কিছু নারী বাইসাইকেলের ডি-লক ব্যবহার করেন তাদের গলায়। আর বুকের ওপর রং দিয়ে সতর্কতা লিখেছিলেন। তাতে বলা হয়েছিল আবহাওয়া পরিবর্তনের ফলে যুদ্ধ দেখা দিতে পারে। ঘটবে খরা, অনাহারীর সংখ্যা বাড়বে। বিলুপ্তির দিকে যাবে বন্যপ্রাণিদের জীবন। ঘটবে সহিংসতা, দুর্ভিক্ষ। বিক্ষোভের পরে এক্সআর তাদের টুইটে লিখেছে, আমরা ক্লাইমেট ইমার্জেন্সির পক্ষে। এই সময়ের শিশুদের সামনে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার মুখোমুখি। ৪ সি অর্থ হলো লাখ লাখ মানুষের মৃতু। আমরা বাঁচতে চাই। নিউজহাব।



 

Show all comments
  • Matiur Rahman ১২ সেপ্টেম্বর, ২০২০, ১০:৩০ এএম says : 0
    এই পৃথিবীতে দুর্যোগ নুতন নয়, হাজার হাজার বৎসর আগেও এসেছে, এখন ও আসছে এবং আগামীতে ও আসবে। কিনতু কি জন্য এই দুর্যোগ আসে তা গভীরভাবে চিন্তা করা উচিত। অতিতে সমস্ত পৃথিবী পানিতে ডুবিয়ে দেয়া হয়েছিল কিছু মাত্র মানুষ এবং জীবজানোয়ার ছাড়া। সমস্ত পৃথিবী মিনিটে বরফ দিয়ে আচ্ছাদিত করে ফেলেছিল। বিকট শব্দে মানব সম্প্রদায় ধংস করা হয়েছিল। তখন মানুষ ছিল কম, কার্বন ছিল না, জালানী তেল ছিল না, কল-কারখানা ছিল না, গাড়ী ছিল না, পরিবেশ নিয়ে মাথা ব্যথা ছিল না, তবু কেন বড় বড় দুর্যোগ এসেছিল? এইসব কারনে দুর্যোগ আসে না, দুর্যোগ আসে মানুষের কর্ম কান্ডে, মানুষ যখন সত্যের পথ থেকে অনেক দুরে চলে যায়, আল্লাহ সো: দুর্যোগ পাঠান। এখন যে দুর্যোগ ‘করোনা’ এসেছে এটার কারন কি? পৃথিবী এখন কত উন্নত, বিজ্ঞান জয়যাত্রার শিখরে, অথচ এই করোনা ভাইরাস নিয়ে হিমসিম খাচ্ছে, কেন? আমার কাছে মনেহয় মানুষজাতি সত্যের পথ, শান্তির পথ অনেক বেশী কলংকিত করে ফেলেছে।এখন উপায় কি? উপায় আছে, আল্লাহ সো: সমস্যা দিলে, উপায় ও পাঠান, আমাদের বুঝতে দেরী হয়। একবার ভেবে দেখেন এই সময়ে আমাদের চরিত্রে সবচেয়ে বেশী ক্ষতি কিসে হচ্ছে? উত্তর হলো, পর্নগার্ফী যা আমাদের প্রত্যেকের হাতে হাতে পৌছে গেছে, মানব সভ্যতার সবচেয়ে মূল্যবান সম্পদ ‘আত্যসনমানবোদ’ লুন্ঠিত হচ্ছে প্রতিদিন, সবচেয়ে গোপন বিষয়টি এখন সবার সামনে লুন্ঠিত হচ্ছে। এরচেয়ে বেশী ক্ষতিকর আর কি হতে পারে মানব জাতির জন্য। আল্লাহ সো: মহান ক্ষমতাশীল, ক্ষমাশীল, তাই এখন ও আমরা বেঁচে আছি। যতসম্ভব তাড়াতাড়ি এই মহামারি ‘পর্ন গারাফি’ আমরা এই পৃথিবী থেকে উঠিয়ে নিব, তত তাড়াতাড়ি এই ‘করোনা’ থেকে মুক্তি পাবো। আমিন।
    Total Reply(0) Reply
  • Matiur Rahman ১২ সেপ্টেম্বর, ২০২০, ১০:৫১ এএম says : 0
    এই পৃথিবীতে দুর্যোগ নুতন নয়, হাজার হাজার বৎসর আগেও এসেছে, এখন ও আসছে এবং আগামীতে ও আসবে। কিনতু কি জন্য এই দুর্যোগ আসে তা গভীরভাবে চিন্তা করা উচিত। অতিতে সমস্ত পৃথিবী পানিতে ডুবিয়ে দেয়া হয়েছিল কিছু মাত্র মানুষ এবং জীবজানোয়ার ছাড়া। সমস্ত পৃথিবী মিনিটে বরফ দিয়ে আচ্ছাদিত করে ফেলেছিল। বিকট শব্দে মানব সম্প্রদায় ধংস করা হয়েছিল। তখন মানুষ ছিল কম, কার্বন ছিল না, জালানী তেল ছিল না, কল-কারখানা ছিল না, গাড়ী ছিল না, পরিবেশ নিয়ে মাথা ব্যথা ছিল না, তবু কেন বড় বড় দুর্যোগ এসেছিল? এইসব কারনে দুর্যোগ আসে না, দুর্যোগ আসে মানুষের কর্ম কান্ডে, মানুষ যখন সত্যের পথ থেকে অনেক দুরে চলে যায়, আল্লাহ সো: দুর্যোগ পাঠান। এখন যে দুর্যোগ ‘করোনা’ এসেছে এটার কারন কি? পৃথিবী এখন কত উন্নত, বিজ্ঞান জয়যাত্রার শিখরে, অথচ এই করোনা ভাইরাস নিয়ে হিমসিম খাচ্ছে, কেন? আমার কাছে মনেহয় মানুষজাতি সত্যের পথ, শান্তির পথ অনেক বেশী কলংকিত করে ফেলেছে।এখন উপায় কি? উপায় আছে, আল্লাহ সো: সমস্যা দিলে, উপায় ও পাঠান, আমাদের বুঝতে দেরী হয়। একবার ভেবে দেখেন এই সময়ে আমাদের চরিত্রে সবচেয়ে বেশী ক্ষতি কিসে হচ্ছে? উত্তর হলো, পর্নগার্ফী যা আমাদের প্রত্যেকের হাতে হাতে পৌছে গেছে, মানব সভ্যতার সবচেয়ে মূল্যবান সম্পদ ‘আত্যসনমানবোদ’ লুন্ঠিত হচ্ছে প্রতিদিন, সবচেয়ে গোপন বিষয়টি এখন সবার সামনে লুন্ঠিত হচ্ছে। এরচেয়ে বেশী ক্ষতিকর আর কি হতে পারে মানব জাতির জন্য। আল্লাহ সো: মহান ক্ষমতাশীল, ক্ষমাশীল, তাই এখন ও আমরা বেঁচে আছি। যতসম্ভব তাড়াতাড়ি এই মহামারি ‘পর্ন গারাফি’ আমরা এই পৃথিবী থেকে উঠিয়ে নিব, তত তাড়াতাড়ি এই ‘করোনা’ থেকে মুক্তি পাবো। আমিন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টপলেস-নারী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ