Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খাবার-পানি ছাড়াই রাস্তায় গ্রিসের অগ্নি-উদ্বাস্তুরা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৬ এএম

গ্রিক দ্বীপ লেসবোসে দ্বিতীয় রাতের মতো কয়েক হাজার শরণার্থী রাস্তায় ঘুমিয়ে কাটায়। আগুনে দেশটির বৃহত্তম মরিয়া উদ্বাস্তু শিবির বিধ্বস্ত হওয়ার পর জনতা পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তাদের কোথাও যাবার জায়গা নেই। পরিবারগুলি রাস্তার ধারে, সুপার মার্কেটের পার্কিংগুলিতে এবং দ্বীপের বিভিন্ন মাঠে ঘুমিয়ে কাটায়। ২০১৫-২০১৬ সালে ইউরোপীয় অভিবাসী সংকটের শীর্ষে ছিল এই দেশটি। শিবিরে প্রায় ১৩ হাজার লোক ছিল। মঙ্গলবার মরিয়ায় রাতের আগুনে হাজার হাজার লোক জীবন বাঁচাতে ছুটে বেরিয়ে গিয়েছিল। বুধবার রাতে দ্বিতীয় অগ্নিকাÐের ঘটনা ঘটে যাতে অবশিষ্ট সবকিছু নষ্ট করে দেয়।

অনেক ছোট বাচ্চাসহ হতাশ পরিবারগুলো বুধবার রাতে খোলা জায়গায় কাটান। তাদের অনেকেই তাঁবু বা বিছানা ছাড়াই। গৃহহীনদের কেউ কেউ নিকটস্থ গ্রামগুলিতে পানি এবং অন্যান্য সরবরাহের জন্য ধরনা দেন। শরণার্থী ও অভিবাসীদের দ্বীপের মূল শহর মাইটিলিনে পৌঁছাতে এবং তাদের ক্ষেত এবং রাস্তার ধারে সীমাবদ্ধ রাখতে বাধা দেয়ার জন্য পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছিল।

খালি পায়ের আট বছর বয়সী কঙ্গোলিজ মেয়ে ভ্যালেন্সিয়া রয়টার্সের প্রতিবেদকের কাছে ইঙ্গিত করে তার ক্ষুধার কথা জানিয়ে তার কাছে একটি বিস্কুট চেয়েছে। আমাদের বাড়ি পুড়ে গেছে, আমার জুতো পুড়ে গেছে, আমাদের খাবার নেই, পানি নেই- বলছিল মেয়েটি। সে এবং তার মা নাতিজি মালালা (৩০) যিনি নবজাতকসহ রাস্তার পাশে শুয়েছিলেন। বাচ্চার জন্য কোনও খাবার নেই, দুধ নেই, -নাতিজি মালালা বলেন। সূত্র : আল-জাজিরা।

 



 

Show all comments
  • Md Sajib Hossain ১১ সেপ্টেম্বর, ২০২০, ৫:২১ এএম says : 0
    হে আল্লাহ তুমি সাহায্য করো এদের সবাইকে, তাদের নিরাপদ বাসস্থান এর সুযোগ করে দাও।
    Total Reply(0) Reply
  • Farhana Mou ১১ সেপ্টেম্বর, ২০২০, ৫:২১ এএম says : 0
    আল্লাহ সাহায্যকারী।
    Total Reply(0) Reply
  • আকবর সোহেল রানা ১১ সেপ্টেম্বর, ২০২০, ৫:২২ এএম says : 0
    হে আল্লাহ তুমি করুণাময় অসিম দয়ালু, তুমি তাদের রিজিক বাসস্থান ব্যবস্তা করে দেন।
    Total Reply(0) Reply
  • Mohammad Abul Khair Miah ১১ সেপ্টেম্বর, ২০২০, ৫:২২ এএম says : 0
    Allah known everything
    Total Reply(0) Reply
  • জাহিদ খান ১১ সেপ্টেম্বর, ২০২০, ৫:২৩ এএম says : 0
    হে আল্লাহ অসহায় দরিদ্র মানুষদের তুমি সহায়তা করো।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রিস


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ