মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
গ্রিসের লেসবস দ্বীপে ঘনবসতিপূর্ণ একটি শরণার্থী শিবিরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার সকালের এ ঘটনায় শিবিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জীবন বাঁচাতে হাজার হাজার মানুষ চারদিকে পালিয়ে যেতে শুরু করে। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। কর্তৃপক্ষের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। ফায়ার ব্রিগেডের একজন কর্মকর্তা জানিয়েছেন, মরিয়া ক্যাম্প নামের ওই শিবিরটিতে ঠিক কী কারণে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। এর আগে গত মার্চেও শিবিরটিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সে সময় এক শিশুর মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার আগুনের সূত্রপাত হওয়ার পর তারা লোকজনকে তাদের জিনিসপত্র নিয়ে ক্যাম্প ছাড়তে দেখেছেন। ফায়ার ব্রিগেড কর্তৃপক্ষ জানিয়েছে, পুলিশের সহায়তায় অন্তত ২৫ জন অগ্নিনির্বাপণকর্মী ১০টি ইঞ্জিন নিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। মরিয়া ক্যাম্প নামের ওই শিবিরে ১২ হাজারেরও বেশি শরণার্থীর বসবাস; যা সেখানকার ধারণক্ষমতার চেয়ে চার গুণ বেশি। শিবিরটির জীবনযাত্রার নিম্ন মান নিয়ে বরাবরই সমালোচনা করে আসছে দাতব্য সংস্থাগুলো। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।