মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সুদান সরকার ও বিদ্রোহী বাহিনীগুলো দেশটিতে কয়েক দশক ধরে চলা যুদ্ধাবসানের লক্ষ্যে একটি যুগান্তকারী চুক্তি স্বাক্ষর করার ব্যাপারে সম্মত হয়েছে। এ যুদ্ধে দেশটিতে লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছেন। গত ৩১ আগস্ট এক ধরনের প্রাথমিক আনুষ্ঠানিকতার পর বিদ্রোহী কমান্ডার এবং অন্তর্বর্তী সরকার আগামী ২ অক্টোবর এ ব্যাপারে একটি ‘চূড়ান্ত’ চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে। গত বছর কট্টরপন্থী শাসক ওমর আল-বশির ক্ষমতাচ্যুত হওয়ার পর এ অন্তর্বর্তী সরকার সুদানের ক্ষমতায় আসে। সুদানের রেভুলেশনারি ফ্রন্ট (এসআরএফ) হচ্ছে দেশটির পাঁচটি বিদ্রোহী গ্রুপ এবং চারটি রাজনৈতিক সংগঠনের একটি জোট। তারা সুদানের দক্ষিণাঞ্চলীয় দারফুরের বিস্তৃত পশ্চিমাঞ্চল এবং সাউথ কর্দোফান ও ব্লু নিল রাজ্যগুলো থেকে এসেছে। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।