Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টেকনাফে ফেলে যাওয়া বস্তা থেকে ৬৫ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০২০, ২:৫৩ পিএম

টেকনাফে ফেলে যাওয়া একটি বস্তা থেকে ৫৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যরা। মঙ্গলবার রাতে অভিযানে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

এ সময় এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম হায়াত ইবনে সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল রাতে টেকনাফ থানার আওতাধীন খুরের ঘাটের সাবরাং মেরিন ড্রাইভ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন একটি সন্দেহজনক মোটরসাইকেলকে থামার সংকেত দিলে সেটি সংকেত উপেক্ষা করে দ্রুত চালিয়ে পালানোর চেষ্টা করে।

তখন কোস্ট গার্ড সদস্যরাও ধাওয়া করলে মোটরসাইকেলের আরোহীরা একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরবর্তী সময়ে ফেলে যাওয়া বস্তা তল্লাশি করে ৫৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইয়াবা উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ