প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
দক্ষিনী সুপারস্টার প্রভাস। অভিনয়ের পাশাপাশি তিনি যে প্রকৃতি প্রেমীও, সেকথা আরও একবার প্রমাণ করলেন। সম্প্রতি গ্রীন ইন্ডিয়া চ্যালেঞ্জ গ্রহন করে ১৬৫০ একর জমি নিলেন অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় এমনটি জানিয়েছেন 'বাহুবলী' খ্যাত এই চিত্রতারকা নিজেই।
নিজের ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইন্সটাগ্রামে একটি ভিডিও পোস্ট করে প্রভাস জানান, 'আমি বরাবরই প্রকৃতি প্রেমী। সেজন্য কাজী পল্লীর বনবিভাগের কাছ থেকে ১৬৫০ একর রিজার্ভ জমি অ্যাডাপ্ট (অভিযোজন) করেছি। এই বন হায়দ্রাবাদের খুব কাছেই অবস্থিত।'
অভিনেতার কথায়, 'আমার এই উদ্যোগটি হায়দ্রাবাদ শহরের অতিরিক্ত ফুসফুস হিসেবে কাজ করবে। এমন কাজে সাহায্য করার জন্য রাজ্য সভার সদস্য সন্তোষ কুমার এবং তেলেঙ্গানা সরকারকে ধন্যবাদ জানাই। পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করছি কাজী পল্লীর বনবিভাগের কর্মকর্তাদের প্রতি।'
মূলত চলতি বছরের জুনে 'গ্রিন ইন্ডিয়া' চ্যালেঞ্জের সূচনা করেন রাজ্য সভার সদস্য সন্তোষ কুমার। তার সেই চ্যালেঞ্জ গ্রহন করেন প্রভাসের কাকা কৃষ্ণম রাজু। পরে সোশ্যাল মিডিয়ায় অভিনেতাকে এই চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। তারই প্রেক্ষিতে তেলেঙ্গানার কেসারা এলাকাতেও ১ হাজার জমি দত্তক নেন প্রভাস।
সেসময় দেশকে আরও সবুজ করে তুলতে সোশ্যাল মিডিয়ায় চারাগাছ রোপনের বেশকিছু ছবি শেয়ার করেছিলেন প্রভাস। সেখানে তিনি লিখেছিলেন, 'আমি গ্রিন ইন্ডিয়া চ্যালেঞ্জ গ্রহন করেছি। ইতোমধ্যে তিনটি চারাগাছ রোপন করেছি। পাশাপাশি রাম চরণ, রানা দগ্গুবতি ও শ্রদ্ধা কাপুরকে এই চ্যালেঞ্জ নিতে আহ্বান জানাচ্ছি।'
উল্লেখ্য, বর্তমানে প্রভাস 'রাধে শ্যাম' সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। এই সিনেমার শুটিং শেষ হলে নাগ আশ্বিনের বিগ বাজেটের একটি চলচ্চিত্রে দীপিকার সঙ্গে জুটি বাঁধবেন তিনি। এছাড়াও 'আদিপুরুষ' নামের একটি সিনেমাতেও দেখা যাবে তাকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।