Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সিংহাসন ত্যাগের ইঙ্গিত দিলেন জাপানের সম্রাট

প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জাপানের সম্রাট আকিহিতো তার দেয়া এক বিরল ভাষণে বলেছেন, তিনি ভয় পাচ্ছেন তার বয়স এবং স্বাস্থ্যের ক্রমাবনতির কারণে তার জন্য দায়িত্ব পালন করা কঠিন হয়ে উঠছে। ৮২ বছর বয়স্ক সম্রাট এ নিয়ে জীবনে দ্বিতীয়বারের মত টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণ দিলেন। সম্রাট তার ভাষণে ঠিক ‘সিংহাসন ত্যাগ’ শব্দটি ব্যবহার করেননি, বরঞ্চ তিনি ইঙ্গিত দিয়েছেন, তিনি তার দায়িত্ব হস্তান্তর করতে চান। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বলেছেন, তার সরকার সম্রাটের এই বক্তব্যকে গুরুত্বের সঙ্গে নেবে এবং করণীয় সম্পর্কে আলোচনা করবে। দশ মিনিটের ধারণকৃত বক্তব্যে সম্রাট আকিহিতো বলেন, তিনি আশা করেছিলেন রাষ্ট্রের প্রতীক হিসেবে তিনি সম্রাটের দায়িত্ব কোন বাধাবিঘœ ছাড়াই পালন করে যেতে পারবেন। সম্রাট আকিহিতোর এরই মধ্যে হৃদযন্ত্রে অস্ত্রোপচার হয়েছে এবং তার প্রস্টেট ক্যান্সারের চিকিৎসা চলছে। ১৯৮৯ সালে পিতা সম্রাট হিরোহিতোর মৃত্যুর পর সিংহাসনে আসীন হন তিনি। ১৮১৭ সালে সম্রাট কোকাকুর পর জাপানের আর কোন সম্রাটই কখনো জীবদ্দশায় সিংহাসন ত্যাগ করেননি। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিংহাসন ত্যাগের ইঙ্গিত দিলেন জাপানের সম্রাট
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ