Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেক্সিকোতে ভূমিধসে ৩৮ জন নিহত

প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ক্রান্তিয় ঘূর্ণিঝড় আর্লের আঘাতের পর প্রবল বর্ষণে সৃষ্ট ভূমিধসে মেক্সিকোতে ৩৮ জন নিহত হয়েছেন। গত রোববার দেশটির জাতীয় জরুরি বিভাগের প্রধান লুয়িস ফেলিপে পুয়েন্তে জানিয়েছেন, পুয়েবলা রাজ্যে ২৮ জন এবং পার্শ্ববর্তী ভেরাক্রুজ রাজ্যে আরো ১০ জন নিহত হয়েছেন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি। স্থানীয় টেলিভিশনে প্রদর্শিত আর্লের ক্ষয়ক্ষতির ছবিতে দেখা গেছে, ব্যাপক ভূমিধসে পাহাড়ের এক পাশের পুরো অংশটিই ধসে পড়েছে, গাছপালা উপড়ে পড়েছে এবং ধসে পড়া দেয়াল ও ছাদের নিচে ভবনগুলো চাপা পড়ে আছে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে সিয়েরানর্টে দ্য পুয়েবলা পর্বতমালার হুয়া উচিনানগো টাউনের কাছাকাছি এলাকায়। এখানেই ২৮ জন নিহত হয়েছেন। এছাড়া নিকটবর্তী টিলা ওলাটাউনে আরো তিন জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আর্ল ইউকাতান উপদ্বীপ অতিক্রম করার পর প্রবল বৃষ্টিপাতের কারণে মেক্সিকো উপগাসরের তীরবর্তী ভেরাক্রুজ রাজ্যে বন্যা দেখা দেয় ও ভূমিধসের ঘটনা ঘটে। ভূমিধসে ১০ জন চাপা পড়ে নিহত হন। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই এলাকায় ভারী বর্ষণ অব্যাহত ছিল। এতে রাজধানী মেক্সিকো সিটিগামী রাষ্ট্রীয় মহাসড়ক বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন রাজ্যের কর্মকর্তারা। মেক্সিকোতে আঘাত হানার আগে আর্ল বৃহস্পতিবার বেলিজে আঘাত হানে। এতে বেলিজ সিটির কাঠের তৈরি ঘরবাড়িগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। উপকূলীয় এলাকাগুলোতে বন্যা দেখা দেয়। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেক্সিকোতে ভূমিধসে ৩৮ জন নিহত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ