মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনিকিলাব ডেস্ক : আফগানিস্তানে আইএস জিহাদিরা মার্কিন সেনাদের অস্ত্র দখল করে নেয়ার দাবি করেছে। সংগঠনটি গত শনিবার অনলাইনে সামরিক যন্ত্রপাতি ও অস্ত্রের কয়েকটি ছবি প্রকাশ করে এই দাবি জানায়। ছবিতে যুক্তরাষ্ট্রের তৈরি বহনযোগ্য রকেট লঞ্চার, রেডিও এবং গ্রেনেড দেখা যায়, যেগুলো আফগান সেনারা সাধারণত ব্যবহার করে না। সেইসঙ্গে একটি সামরিক পরিচয়পত্রের ছবিও প্রকাশ করা হয়, যেখানে লেখা রয়েছে স্পেশালিস্ট রায়ান লারসন। অন্যদিকে, কাবুলে অবস্থিত যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের কোনো সেনা অপরহণ হওয়ার খবর ভিত্তিহীন বলে উড়িয়ে দেয়া হয়েছে। তারা বলেছে, যে রায়ান লারসন বাহিনীতেই উপস্থিত আছেন এবং তিনি নিজের ইউনিটের সঙ্গে দায়িত্ব পালন করছেন। নানগারহার প্রদেশে আইএস-এর প্রতি আনুগত্য প্রকাশ করা জিহাদিদের সঙ্গে আফগান বাহিনীর লড়াই চলছে।
যুক্তরাষ্ট্রের স্পেশাল অপারেশন ফোর্স লড়াইয়ে আফগান বাহিনীকে সহায়তা করছে। গত রোববার ই-মেইলে এক বিবৃতিতে সেনাবাহিনীর মুখপাত্র রন ফ্লেসভিগ বলেন, আফগান সেনাদের সঙ্গে অভিযানে অংশ নেয়া আমাদের একটি ইউনিটে এপিসি লারসনও ছিলেন। অভিযান শেষে লারসনের পরিচয়পত্র এবং আমাদের কিছু সমর সরঞ্জাম সেখানে রয়ে যায়। ব্যক্তিগত পরিচয়পত্র খোয়া যাওয়া দুর্ভাগ্যজনক। জুলাইয়ে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছিল, নানগারহার প্রদেশে লড়াইয়ে মার্কিন স্পেশাল ফোর্সের অন্তত পাঁচ সদস্য আহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আফগানিস্তানে জিহাদিদের দমনে আমেরিকার সেনাদের আরো বেশি ভূমিকা পালনের আহ্বান জানানোর পর নানগারহার প্রদেশে জিহাদিদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়। আফগানিস্তানে মার্কিন সেনারা পরামর্শকের পাশাপাশি বিশেষ অভিযানে অংশ নিচ্ছে। যুক্তরাষ্ট্র থেকে সেখানে অস্ত্রশস্ত্রও পাঠানো হচ্ছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।