Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনা: সাতক্ষীরায় আক্রান্ত কমলেও বাড়ছে মৃত্যুর সংখ্যা

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০২০, ৯:৫২ এএম

সাতক্ষীরায় করোনায় আক্রান্তের সংখ্যা কমছে। তবে বেড়েই চলেছে মৃতের সংখ্যা। মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) নিশ্চিত করোনায় মারা গেছেন একজন। করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন আরো একজন।
অপরদিকে, জেলায় গতকাল সোমবার পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১,০৮০ জন। এরমধ্যে মারা গিয়েছেন ৩০ জন। আর উপসর্গে মারা গেছেন ৯৫ জন।
সুস্থ হয়েছেন ৮৭৬ জন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১১ জন । অন্যরা বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ।
সবশেষ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণকারীর হলেন, তালা উপজেলা সদরের নুর আলী সরদারের স্ত্রী ফজিলা বেগম (৬৫) ও সদর উপজেলার গোয়ালপোতা গ্রামের রাখাল চন্দ্রের স্ত্রী তরঙ্গিনী (৪৮)।
ফজিলা বেগম করোনায় আক্রান্ত হয়ে আজ মঙ্গলবার ভোরে মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন এবং তরঙ্গিনী সোমবার দিবাগত রাতে মারা যান।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের কর্মকর্তা ডাক্তার জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বিগত কয়েক দিন সাতক্ষীরায় আক্রান্তের সংখ্যা তুলনামূলকভাবে কমেছে। সুস্থতার হার‌ও অনেক বেশি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ