Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

মৃত্যুর দৃশ্য লাইভ করতে চান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০২০, ১২:০২ এএম

স্বেচ্ছামৃত্যুর অনুমতি না দেয়ায় ফ্রান্সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এক ব্যক্তি শনিবার রাত থেকে তার মৃত্যুদৃশ্য ফেসবুকে লাইভ করার ঘোষণা দিয়েছিলেন। তবে তার সেই পরিকল্পনা ভেস্তে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। অ্যালা কক নামের ঐ ব্যক্তি জটিল এক শারীরিক সমস্যায় ভুগছেন। যার কোনো চিকিৎসা নেই। যন্ত্রণা থেকে মুক্তি পেতে শান্তিতে মারা যেতে চান তিনি। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোর কাছে সেই অনুমতি চেয়ে আবেদন জানান কক। কিন্তু ফিরতি চিঠিতে মাক্রো জানিয়েছেন, ফরাসী আইন অনুযায়ী কাউকে এই অনুমতি দেয়ার সুযোগ নেই। ফেসবুক পেজে সেই চিঠি তুলে দিয়েছেন কক। চিঠিতে মাক্রো তাকে লিখেছেন, ‘‘যেহেতু আমি আইনের ঊর্ধ্বে নই, সেহেতু আপনার অনুরোধটি রাখতে পারছি না।’’ এই চিঠি পাওয়ার পর শুক্রবার রাত থেকে খাদ্য, পানীয় ও ঔষধ সেবন বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছেন ৫৭ বছর বয়সি কক। ডয়চে ভেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যুর-দৃশ্য

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ