Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

পাকিস্তান আফগানিস্তান তুর্কমেনিস্তানের চুক্তি

বিদ্যুৎ পরিবহন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০২০, ১২:০২ এএম

আফগানিস্তানের মধ্য দিয়ে তুর্কমেনিস্তান থেকে পাকিস্তানে বিদ্যুৎ সরবরাহের জন্য একটি সঞ্চালন লাইন স্থাপনের ব্যাপারে দেশ তিনটি চুক্তি সই করেছে। তুর্কমেনিস্তান-আফগানিস্তান-পাকিস্তান বা ট্যাপ পাওয়ার ট্রান্সমিশন লাইন নামে পরিচিত এই প্রকল্প নিয়ে বহুদিন ধরেই আলোচনা চলছিলো। প্রকল্পের প্রথম অংশে লাইনটি তুর্কমেনিস্তান থেকে আফগানিস্তানের হেরাত ও ফারাহ প্রদেশ পর্যন্ত বিস্তৃত হবে। এতে আফগানিস্তানের জ্বালানি রিজার্ভ উন্নত হবে। এরপর দ্বিতীয় লাইনটি পাকিস্তান পর্যন্ত টানা হবে। এই লাইন থেকে বছরে ৫০ মিলিয়ন ডলার আয় করার আশা করছেন কাবুলের কর্মকর্তারা। আফগানিস্তানের বিদ্যুৎ বিভাগের উপদেষ্টা মোস্তফা আরিয়া জানান, এই বড় প্রকল্পটি বাস্তবায়নে বিলম্ব হওয়ার জন্য দায়ি ব্যাপক দুর্নীতি। এ কারণে প্রকল্পবিনিয়োগের বড় অংশ প্রত্যাহার করা হয় এবং এর বাস্তবায়নে অনিশ্চয়তা তৈরি হয়। আফগানিস্তান প্রতিবছর বিদ্যুৎ আমদানির পেছনে ২২০ মিলিয়ন ডলার ব্যয় করে। অথচ সালমা ড্যাম নির্মাণেও ব্যয় হচ্ছে ২৫০ মিলিয়ন ডলার। সোলার ও পানিবিদ্যুৎ উৎপাদনের ব্যাপক সম্ভাবনা থাকার পরও আফগানিস্তান এখন পর্যন্ত স্থানীয়ভাবে বিদ্যুৎ উৎপাদনের ভালো পরিকল্পনা গ্রহণ করতে পারেনি। আফগানিস্তান টাইমস, এসএএম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিদ্যুৎ-পরিবহন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ