Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তরুণদের সুযোগ করে দিতে হবে: সায়মা ওয়াজেদ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০২০, ১১:৩৯ এএম

বাংলাদেশকে এগিয়ে নিতে হলে তরুণদের এগিয়ে আসতে হবে। বরং উল্টোভাবে বল্লে তাদের সুযোগ করে দিতে হবে। কারণ তরুণরাই পারবে একটি সুন্দর সমাজ গড়ে তুলতে। সেখানে দুর্নীতি থাকবে না।
তাই দেশকে এগিয়ে নিতে তরুণদের সুযোগ করে দেওয়ার জন্য সবার প্রতি আহবান জানিয়েছেন সেন্টার ফর রিসার্স অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) ভাইস চেয়ারপারসন অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ হোসেন।

তিনি গতকাল সন্ধ্যায় সিআরআই-এর অঙ্গ প্রতিষ্ঠান ইয়াং বাংলা আয়োজিত তিন দিনের সাত পর্বের লেটস টক অনুষ্ঠানের সমাপনী পর্বে বলেন, কম বয়সী হলে কম জানবে! এটা কিন্তু ঠিক না। আমাদের ওই চিন্তাধারা চেঞ্জ করতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন সায়মা ওয়াজেদ হোসেন। নবনীতা চৌধুরীর সঞ্চালনায় সমাপনী পর্বে আরও অংশ নেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, ইয়ং বাংলার আহবায়ক নাহিম রাজ্জাক, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আহমদ কায়কাউস প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সায়মা ওয়াজেদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ