বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে গ্যাস পাইপলাইন বিস্ফোরণের ঘটনায় চাঁদপুরের দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। এদের মধ্যে মোস্তফা কামাল (৩৪) শহরের ১২ নং ওয়ার্ডের বাসিন্দা। মাইনুউদ্দিন (১২) ফরিদগঞ্জ উপজেলার শেখদী গ্রামের মৃত মহসিনের ছেলে। ৫ সেপ্টেম্বর শনিবার বিকেল ৫টার দিকে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মোস্তফা কামাল ও মঈনুদ্দিনের মৃত্যু হয়।
মোস্তফা কামাল চাঁদপুর শহরের ১২নং ওয়ার্ড জিটি রোডের দক্ষিণ গণি মিজি বাড়ির আবদুল করিম মিজির বড় ছেলে। তার মা-বাবা, সহোদর দু’ভাই ও স্ত্রী লুবনা আক্তারের কান্নায় পরিবেশ ভারী হয়ে উঠে। এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।
মোস্তফা কামালের বন্ধু আল ইমরান সরকার জানান, কামাল তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল। নারায়ণগঞ্জের তল্লা এলাকায় সে টিটু স্যার নামে সকলের কাছে পরিচিত ছিলেন। গত বছর সে বিয়ে করেছে।
শহরের দক্ষিণ বিষ্ণুদী বায়তুছ ছালাম জামে মসজিদ প্রাঙ্গণে শনিবার বাদ মাগরিব তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন ওই মসজিদের ইমাম মাওঃ মোঃ ইয়াছিন। জানাজায় বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, শুক্রবার রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে গ্যাস পাইপ লাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে মসজিদের ভেতরে থাকা প্রায় ৫০ জনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুড়াহুড়ি করে বের হওয়ার চেষ্টা করেন তারা। তাদের মধ্যে দগ্ধ অবস্থায় ৩৭ জনকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।