Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মসজিদে বিস্ফোরণ : সাংবাদিক নাদিম মারা গেছেন, মৃতের সংখ্যা বেড়ে ২১ জন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০২০, ৮:০৫ এএম

নারায়ণগঞ্জে ফতুল্লার পশ্চিমতল্লায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় অগ্নিদ্বগ্ধ ফটো সাংবাদিক নাদিম আহমেদ ফিদা ( ৩৫)
ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার রাতে সাংবাদিক নাদিমের ভাই হেলাল এ তথ্য জানান। এনিয়ে মৃতের সংখ্যা বেড়ে হলো ২১জন ।

ফটো সাংবাদিক নাদিম ভোরের দিগন্ত ও নারায়নগঞ্জে নানটিভি (আইপি টিভির) ফটো সাংবাদিক ছিলেন।

নিহতের ভাই জানান,রাতে এশার নামাজ আদায়ের জন্য তল্লা বায়তুল সালাত জামে মসজিদে যান ওই মহল্লার বাসিন্দা নাদিম। বিস্ফোরনের ঘটনায় তিনি গুরুতর আহত হন। প্রথমে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে তাকে ভর্তি করা হয়। পরে অবস্হা অবনতি হলে তাকে জরুরী ভাবে ঢাকা মেডিক্যালের বার্ণ ইউনিটে নিয়ে আসলে সেখানে রাতে মারা যান। সেখানের চিকিৎসকরা বলেন, তার শরীরের ৭৩ ভাগ পুড়েযায় ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মসজিদে বিস্ফোরণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ