Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাফেজ্জী হুজুর (রহ.) এর নাতি মাওলানা মুহিব্বুল্লাহ আশরাফের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

হাফেজ্জী হুজুর (রহ.) এর নাতি মাওলানা আহমাদুল্লাহ আশরাফ (রহ.) এর ছেলে মাওলানা মুহিব্বুল্লাহ আশরাফ (৪৩) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল শনিবার দুপুরে হৃদরোগ ইন্সটিটিউটে তিনি স্ট্রোক করে মারা যান। মাওলানা মুহিব্বুল্লাহ ছিলেন একজন বিচক্ষণ আলেম। বাতিলের মোকাবিলয় তিনি সর্বদা সোচ্চার ছিলেন। তিনি কাশফুল নাওয়াদের কিতাবের লিখক ছিলে। মৃত্যুকালে মাওলানা মুহিব্বুল্লাহ আশরাফ মা, স্ত্রী ও তিন পুত্র সন্তান রেখে গেছেন। গতকাল বাদ এশা কামরাঙ্গীরচর নূরিয়া মাদরাসায় তাঁর জানাজার নামাজ শেষে তার লাশ দাফন করা হয়েছে। বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা শাহ আতাউল্লাহ মাওলানা মুহিব্বুল্লাহ আশরাফের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। সম্মিলিত ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা জাফরুল্লাহ খান ও মহাসচিব অ্যাডভোকেট খায়রুল আহসান মাওলানা মুহিব্বুল্লাহ আশরাফের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হাফেজ্জী-হুজুর-(রহ.)
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ