Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্যানিটাইজার বোতল বিস্ফোরণ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০২০, ১২:০২ এএম

মাকির্ন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে হ্যান্ড স্যানিটাইজারের বোতল বিস্ফোরণে এক নারী দগ্ধ হয়েছেন। অঙ্গরাজ্যের রাউন্ড রক সিটির কেট ওয়াইজ নামের দগ্ধ ওই নারীকে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিউইয়র্ক ডেইলি নিউজের প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে তিন মেয়েসহ কেট ওয়াইজ সব সময় সঙ্গে স্যানিটাইজার রাখেন। গত ৩০ আগস্ট মোমবাতি জ্বালানোর সময় কেটের হাতে থাকা স্যানিটাইজারের বোতলটি বিস্ফোরিত হয়।
বিস্ফোরণে কেটের শরীরে আগুন ধরে যায়। পরে তার মেয়েরা সাহায্যের জন্য প্রতিবেশীদের ডাকেন। প্রতিবেশীরা প্যারামেডিক ডাকেন। পরে প্যারামেডিক কেটকে নিকটস্থ হাসপাতালে পাঠিয়ে দেন। কেটের শরীরের ১৮ শতাংশ পুড়ে গেছে।

হাসপাতালে চিকিৎসাধীন কেট স্থানীয় এক গণমাধ্যমকে জানিয়েছেন, ‘আমার এক হাতে স্যানিটাইজারের বোতল ছিল। অন্য হাত দিয়ে মোমবাতি জ্বালানোর সময় তা বিস্ফোরিত হয়। মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যেই আমার পুরো শরীরে আগুন ধরে যায়।’

প্রতিবেদনে আরও বলা হয়, রাউন্ড রক ফায়ার ডিপার্টমেন্ট বিষয়টি তদন্ত করছে। এদিকে কেটের বন্ধু হাউসটনের ক্যাথরিন বোনেস্টিল তার চিকিৎসা সহায়তায় গোফান্ডমি পেজ খুলে তহবিল সংগ্রহ করছেন। গত শুক্রবার পর্যন্ত তিন হাজার ৬২৭ ডলার সংগ্রহ হয়েছে। এই পেজের লক্ষ্য এক লাখ ডলার সংগ্রহ করা। সূত্র : ডেইলি মেইল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাকির্ন

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ