নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
প্রথম রাউন্ডেই বিদায় ভেনাস, সানিয়া
সেরা সময়ে না থাকলেও উইম্বলডনের সেমিফাইনালে উঠে অলিম্পিকে ‘কিছু একটা’ করার আভাস দিয়েছিলেন ভেনাস উইলিয়ামস। তবে শারিরীক বাধাও ছিল কিছুটা। খেলা চলাকলিন সময়েও দৃশ্যত হলো সেই অসুস্থতা। এরপরও প্রথম রাউন্ড জিতেছিলেন ৪-৬ গেমে। কিন্তু শেষ পর্যন্ত আর পেরে ওঠেননি উইলিয়ামস বড় বোন। বিশ্বের ৬ নম্বর বাছাই শেষ পর্যন্ত ৬২ নম্বর বাছাই কারস্টেন ফ্লিফকেন্সের কাছে হেরে গেলেন ৬-৪, ৬-৩, ৭-৫, (৭-৫) গেমে। সিডনি অলি¤িপকে সোনা জয়ের ১৬ বছর পর আরেকটি সোনা জেতার স্বপ্ন পুরণ হল না ভেনাসের। তবে ডাবলসে আশা এখনো টিকে আছে ভেনাসের। ছোট বোন সেরোনা উইলিয়ামসনের সাথে এক হয়ে লড়বেন এই পর্বে।
সোনার স্বপ্ন নিয়ে ব্রাজিলে পা রাখা ভারতের টেনিস কন্যা সানিয়া মির্জাও বিদায় নিয়েছেন প্রথম রাউন্ড থেকেই। এই মুহূর্তে মেয়েদের দ্বৈতে বিশ্বের এক নম্বর খেলোয়াড় সানিয়া। অলিম্পিকে তাঁর সঙ্গী ছিলেন প্রার্থনা থোমবারে। কিন্তু চীনের শুয়াং ঝেং ও শুয়াং পেংয়ের কাছে তারা হেরে গেছেন ৭-৬ (৮-৬), ৫-৭, ৭-৫ গেমে। তবে রোহান বোবান্নার সঙ্গে মিশ্র দ্বৈতে পদকজয়ের স্বপ্ন টিকে আছে সানিয়ার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।