Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুরুষদের সমান থাই নারীরা

প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

রিও অলিম্পিকে মেয়েদের ৪৮ কেজি ওজনশ্রেণির ভারোত্তোলনে সোনা জিতেছেন থাইল্যান্ডের সোপিতা তানাসান। শনিবার স্ন্যাচ এবং ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে মোট ২০০ কেজি ওজন তুলেছেন তিনি। অলিম্পিক ভারোত্তোলনে সব মিলিয়ে চতুর্থ থাই নারী হিসেবে সোনা জিতলেন তানাসান।
একই ইভেন্টে মোট ১৯২ কেজি ওজন তুলে রৌপ্য পদক পেয়েছেন ইন্দোনেশিয়ার শ্রি ওয়াহিউনি আগুস্তিয়ানি। ব্রোঞ্জ পদক দখলে নেন জাপানের হিরোমি মিয়াকির (১৮৮ কেজি)। অলিম্পিকে স্বর্ণ পদক জয়ের সংখ্যায় থাইল্যান্ডের পুরুষ বক্সারদের ছুঁলেন নারী ভারোত্তোলকরা। অলিম্পিক ইতিহাসে কেবল এই দুটি ইভেন্টেই সোনা জিতেছে থাইল্যান্ড।
বনচ্যানের দশে ১০!
এক বনচ্যনেই ধরাশায়ী হয়ে গেল যুক্তরাষ্ট্র। ২৩ বছর বয়সী এই তিরন্দাজ ফাইনালে তার ছয়টি তিরের সবকটিই লক্ষ্যের ঠিক মাঝে গেঁথে দিয়ে আদায় করে নেন পূর্ণ ১০ পয়েন্ট করে। আর্চারির পুরুষ দলগত বিভাগের তার দলও জিতে নিয়েছে সোনা। যুক্তরাষ্ট্রকে ৬-০ পয়েন্টে হারিয়ে স্বর্ণ দখলে নেয় কিম ওজিন, লি সেনগুইন ও কু বনচ্যানকে নিয়ে গড়া দক্ষিণ কোরিয়া। চীনকে হারিয়ে একই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছে অস্ট্রেলিয়ার তিরন্দাজরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুরুষদের সমান থাই নারীরা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ