Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মারাত্মক সংকোচনের মুখে পড়েছে গ্রিসের অর্থনীতি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৩ এএম

বৈশ্বিক মহামারী নভেল করোনাভাইরাসের সংক্রমণ প্রভাবে মারাত্মক সংকোচনের মুখে পড়েছে গ্রিসের অর্থনীতি। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে দেশটির অর্থনীতি সংকুচিত হয়েছে ১৫ শতাংশেরও বেশি। মূলত ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জারীকৃত লকডাউনের কারণে পর্যটনসহ গ্রিসের প্রায় সব আর্থিক খাতে অচলাবস্থা নেমে আসে। খবর এএফপি। গ্রিসের স্ট্যাটিস্টিকস এজেন্সি জানিয়েছে, দ্বিতীয় প্রান্তিকে গত বছরের একই সময়ের তুলনায় দেশটির জিডিপির (মোট দেশজ উৎপাদন) পতন হয়েছে ১৫ দশমিক ২ শতাংশ। প্রান্তিকটিতে গ্রিসের রফতানিতে পতন হয়েছে প্রায় এক-তৃতীয়াংশ। একই সঙ্গে এ সময়ে ভোক্তাব্যয়েও বড় ধরনের পতন হয়। তবে গত ১ জুলাই থেকে গ্রিস তার সীমান্ত খুলে দিয়েছে। ফলে পুনরায় পযর্টন খাতে গতি ফিরবে বলে আশা করা হচ্ছিল। কিন্তু আগস্টে নতুন করে ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়। দেশটিতে মোট শনাক্ত সাড়ে ১০ হাজারের মধ্যে অর্ধেকেরও বেশি আক্রান্ত হয় গত মাসে। মূলত রেস্তোরাঁ, বার ও জনসমাগম স্থলে সামাজিক দূরত্ব না মানার কারণেই সংক্রমণ বৃদ্ধি পায় বলে জানায় কর্তৃপক্ষ। তবে আশার কথা হলো, ধীরে ধীরে দেশটির অর্থনৈতিক কার্যক্রম পুনরায় চালু করা হচ্ছে। বিশেষ করে আগামী কয়েক মাসে পর্যটনকে কেন্দ্র করে গ্রিসের অর্থনীতি ঘুরে দাঁড়াবে বলে আশা করা হচ্ছে। এদিকে গ্রিসের প্রধানমন্ত্রী কাইরিয়াকোস মিতসোতাকিস সতর্ক করে দিয়ে বলেছেন, ২০২১ সালে ঘুরে দাঁড়ানোর আগে চলতি বছর দেশটির অর্থনীতি গভীর মন্দায় প্রবেশ করবে। ব্যাংক অব গ্রিসের পূর্বাভাস অনুযায়ী, ২০২০ সালে গ্রিসের অর্থনীতির সংকোচন হবে ৫ দশমিক ৮ শতাংশ। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস বলছে, এ সংকোচন হবে ১০ শতাংশ। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রিসের-অর্থনীতি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ