নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বেইজিং অলিম্পিকে আটটি ইভেন্টে অংশ নিয়ে আটটিতেই সোনা জিতেছিলেন যুক্তরাষ্ট্র তারকা মাইকেল ফেল্পস। সাকুল্যে রেকর্ড ১৮টি অলিম্পিক স্বর্ণ তার ঝুলিতে। এবার তিনি বেছে নেন তিনটি ইেিভন্টÑ ২০০ মিটার বাটারফ্লাই, ২০০ মিটার একক মিডলে ও ১০০ মিটার বাটারফ্লাই। তার অনুপস্থিতিতে ৪০০ মিটার ব্যাক্তিগত মিডলেতে সোনা জিতেছেন জাপানের কোসুকো হাগিনো। ৪ মিনিট ৬ দশমিক শূন্য ৫ সেকেন্ড টাইমিং গড়ে সোনা জিতেছেন তিনি। লন্ডন অলিম্পিকে এই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিলেন হাগিনো। এর আগে গত ১৪ বছরে ৪০০ মিটারের এই ইভেন্টে ফেলপ্স একাই বিশ্ব রেকর্ড ভেঙেছেন আট বার! এবার তার দেশের হয়ে এই ইেিভন্টে রুপা জিতেছেন চেজ কালিজা। হাগিনোর চেয়ে মাত্র দশমিক সাত সেকেন্ড কম সময় নেন কালিজা। একই ইভেন্টে ব্রোঞ্জও গেছে জাপানের দখলে। দাইয়া সেতো জিতেছেন তৃতীয় সেরার এই খেতাব। আজ ২০০ মিটার বাটারফ্লাইয়ের বাছাইয়ে প্রথম পুলে নামবেন ফেল্পস। বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় শুরু হবে এই বাছাই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।