Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গেরহার্ডের ব্যাপারে সিদ্ধান্ত হয়নি

প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : জাতীয় হকি দলের নতুন কোচ নিয়োগ চূড়ান্ত করেনি বাংলাদেশ হকি ফেডারেশন। জাতীয় দলের সাবেক জার্মান কোচ গেরহার্ড পিটারকে নিয়োগ দেয়ার কথা থাকলেও তার ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি ফেডারেশন। গেরহার্ড পিটারকে নিয়ে গেল ক’দিন বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রচারিত হওয়ায় অবশেষে নিজেদের অবস্থান স্পষ্ট করে ফেডারেশন। গতকাল এক সংবাদ সম্মেলনে হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুস সাদেক বলেন, ‘আমরা হকির উন্নয়নের জন্য একজন যোগ্য ও আধুনিক ধারণার কোচ খুঁজছি। এ ধারাবাহিকতায় গেরহার্ড পিটার তার বায়োডাটা আমাদের কাছে দিয়েছে। আমরা তার সঙ্গে আলোচনা করেছি। এখনও কিছু চূড়ান্ত হয়নি। আমরা নাইজেল বনেটের সাথে কথাবার্তা অনেকদূর এগিয়ে নিয়ে গিয়েছিলাম। কিন্তু গুলশানের ঘটনার পর তিনি আর যোগাযোগ রাখেননি। এদিকে আমাদের সামনে আগামী মাসে রয়েছে এএইচএফ অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্ট। তাই অনেকটা বাধ্য হয়েই আমরা গেরহার্ডের সঙ্গে যোগাযোগ করি। তিনি তার দীর্ঘমেয়াদী পরিকল্পনা দেবেন, তার সঙ্গে আপাতত এর বেশি কিছু হয়নি।’ তিনি আরো বলেন, ‘স্বল্পমেয়াদী হিসেবে আমাদের কাছে আরও ক’জন কোচের প্রস্তাব রয়েছে। আমরা ফেডারেশনের সহ-সভাপতি শফিউল্লাহ আল-মুনীরের নেতৃত্বে এ ব্যাপারে একটি কমিটি গঠন করেছি। কমিটির অন্যান্য সদস্যরা হলেন আরেক সহ-সভাপতি খাজা রহমতউল্লাহ। রফিকুল ইসলাম কামাল ও মাহবুব এহসান রানা। আশা করছি এই কমিটি দ্রæত সিদ্ধান্ত দেবে।’
এ ব্যাপারে শফিউল্লাহ মুনীর বলেন, ‘গেরহার্ডের সঙ্গে আলোচনা আমাদের দীর্ঘমেয়াদী কোচ নিয়োগ প্রক্রিয়ার একটি অংশ। তবে এখনো কিছুই চূড়ান্ত হয়নি। আমরা ওমানের সাবেক জার্মান কোচ অলিভার কুনজের সঙ্গেও যোগাযোগ করছি।

পদক তালিকা (শীর্ষ ১০)
দেশ স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জ মোট
অস্ট্রেলিয়া ২ ০ ১ ৩
হাঙ্গেরি ২ ০ ০ ২
যুক্তরাষ্ট্র ১ ৪ ০ ৫
দক্ষিণ কোরিয়া ১ ১ ০ ২
জাপান ১ ০ ৪ ৫
আর্জেন্টিনা ১ ০ ০ ১
বেলজিয়াম ১ ০ ০ ১
রাশিয়া ১ ০ ০ ১
থাইল্যান্ড ১ ০ ০ ১
ভিয়েতনাম ১ ০ ০ ১



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গেরহার্ডের ব্যাপারে সিদ্ধান্ত হয়নি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ