বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জমিয়তুল মোদার্রেছীন রাউজান উপজেলার ব্যবস্থাপনায় রাউজান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৌহিদ তালুকদারকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। (৫ সেপ্টম্বর) শনিবার দুপুর ১২টায় রাউজান সদরস্থ ব্যানবেইস ভবনে আয়োজিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন জমিয়তুল মোদার্রেছীন রাউজান উপজেলা সভাপতি অধ্যক্ষ আলহাজ্জ আল্লামা হাফেজ আবু জাফর সিদ্দিকী। এতে বক্তব্য রাখেন বিদায়ী মাধ্যমিক শিক্ষা অফিসার তৌহিদ তালুকদার। কোরআন তেলওয়াত করেন মাওলানা নাছির উদ্দিন। গজল পরিবেশন করেন মাওলানা শওকত হোসাইন। জমিয়তের সেক্রেটারী মোফাচ্ছের আল্লামা ইউনুচ রেজভীর সঞ্চালনায় বক্তব্য রাখেন অধ্যক্ষ আলহাজ্ব আল্লামা আবদুল মান্নান চৌধুরী,পূূর্ব গুজরা মুহাম্মদিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আবু মোস্তাক আলকাদেরী, উপাধ্যক্ষ আল্লামা মারফতুন নূর, সুপার আতাউল মোস্তফা, সুপার কাজী মাওলানা আবুল বশর, মেজবাহ উদ্দিন, মুহাম্মদ হারুনুর রশিদ, মুহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী, মাওলানা জসিম উদ্দিন নূরী, মাওলানা নেয়ামত উল্লাহ, কপিল উদ্দিন চৌধুরী, সুপার মাওলানা আবু আহমদ, সুপার মাওলানা নুর মোহাম্মদ,রশামসুন নাহার।
পরে নেতৃবৃন্দ বিদায়ী মাধ্যমিক শিক্ষা অফিসারকে ক্রেস্ট তুলে দেন। এতে মোনাজাত পরিচালনা করেন গর্জনীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা হাফেজ আবু তৈয়ব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।