Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টাঙ্গাইলে নৃত্যশিল্পীর চুল কেটে মুখে কালি মেখে দেওয়ায় আ.লীগ নেতার ছেলে ডিএম সুপ্ত গ্রেফতার

সখিপুর(টাঙ্গাইল)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০২০, ৪:০০ পিএম

টাঙ্গাইলের সখিপুরে এক নৃত্যশিল্পীর চুল কেটে মুখে কালি মেখে দেওয়ার মামলার আসামি ডিএম সুপ্তকে (১৮) গ্রেফতার করেছে সখিপুর থানা পুলিশ। শুক্রবার(০৪সেপ্টেম্বর) রাতে উপজেলার নলুয়া গ্রামের ফুপুর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সুপ্ত সখিপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ডিএম শরীফুল ইসলাম শফী’র ছেলে। সে জুনিয়র স্টার বয়েজ ক্লাবের সাধারণ সম্পাদক ।খানা পুলিশ জানায়, পর্ণোগ্রাফি মামলার বাদী নৃত্যশিল্পী ও লোকাল বয়েজ ক্লাবের সদস্য সুমন আহমেদ (১৯) কে গত বুধবার রাতে জোরপূবর্ক তুলে বনের ভেতর নিয়ে যায় মুখোশধারীরা। সেখানে আগে থেকেই শরীফুল ইসলাম ও সুপ্তসহ চার যুবক অপেক্ষা করছিল। তারা সুমনকে মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেয়। রাজি না হওয়ায় সুমনের মাথার চুল কেটে মুখে কালি মেখে দিয়ে রাত দুইটার দিকে প্যান্ট খুলে রেখে তাকে ছেড়ে দেয়। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে শরীফুল ও সুপ্তসহ অজ্ঞাত ছয়জনকে আসামি করে সখিপুর থানায় মামলা করে সুমন। সখিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আমির হোসেন বলেন, দু’টি মামলায় তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। মূলত লোকাল বয়েজ ক্লাব ও স্টার বয়েজ ক্লাব নামের দু’টি ক্লাবের আধিপত্য বিস্তারের বিরোধকে কেন্দ্র করে এমন ঘটনা ঘটেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ