মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো, এনসিআরবি’র তথ্য মতে, ২০১৯ সালে ভারতে মোট ১০ হাজার ২৮১ জন কৃষক ও ৩২ হাজার ৫৬৩ জন দিনমজুর আত্মহত্যা করেছেন। এই সংখ্যা পূর্ববর্তী বছরের চেয়ে ছয় শতাংশ বেশি। উল্লেখ্য, ২০১৮ সালে দেশটিতে ১০ হাজার ৩৫৭ জন কৃষক ও ৩০ হাজার ১৩২ জন দিনমজুর আত্মহত্যা করেছিলেন। ২০১৯ সালে দেশটির মোট আত্মহত্যার ঘটনার ৭ দশমিক ৪ শতাংশই হলো কৃষকদের আত্মহত্যা। জানা গেছে, কৃষি ক্ষেত্রে ১০ হাজারের বেশি আত্মঘাতীর মধ্যে চাষির সংখ্যা ৫৯৫৭ জন। আর ৪৩২৪ জন হলেন খেতমজুর। কৃষক আত্মহত্যার ক্ষেত্রে নারীদের থেকে অনেক এগিয়ে রয়েছেন পুরুষদের সংখ্যা। ২০১৯ সালে ৫৫৬৩ পুরুষ কৃষক আত্মহত্যা করেছেন। নারী কৃষকের ক্ষেত্রে সংখ্যাটা হল ৩৯৪ জন। আবার খেতমজুরদের মধ্যেও পুরুষ ও মহিলাদের মধ্যে যথেষ্টই ফারাক রয়েছে। খেতমজুরদের মধ্যে ৩,৭৪৯ জন পুরুষ আত্মহত্যা করেছেন আর ৫৭৫ জন নারী। কৃষি ক্ষেত্রে আত্মহত্যার নিরিখে শীর্ষ রয়েছে মহারাষ্ট্র, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ ও তেলঙ্গানা। উল্লেখযোগ্য বিষয় হল, পশ্চিমবঙ্গে কোনো কৃষক আত্মহত্যা করেননি বলেই উল্লেখ করেছে এনসিআরবি। তথ্যানুযায়ী, আত্মহত্যার পথ বেছে নেয়া কৃষকদের ২৩ দশমিক ৩ শতাংশ দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। আর ৩ দশমিক ৭ শতাংশ কৃষক স্নাতক পাস। ২০১৯ সালে সমগ্র ভারতে মোট ১ লাখ ৩৯ হাজার ১২৩ জন আত্মহত্যা করেছেন। ২০১৮ সালে আত্মহত্যা করেছিলেন ১ লাখ ৩৪ হাজার ৫১৬ জন। সবচেয়ে বেশি ঘটেছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার ঘটনা। ৫৩ দশমিক ৬ শতাংশ মানুষ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। বিষ খেয়ে আত্মহত্যা করেছেন ২৫ দশমিক ৮ শতাংশ মানুষ। আর পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন ৫ দশমিক ২ শতাংশ মানুষ। আত্মহত্যার কারণ হিসেবে সবার ওপরে রয়েছে পারিবারিক অশান্তি। পরিসংখ্যান বলছে, মোট আত্মহত্যার সিংহভাগই (৩২ দশমিক ৪ শতাংশ) পারিবারিক বিবাদের কারণে ঘটেছে। শুধুমাত্র বৈবাহিক জীবনের অশান্তি থেকে রেহাই পেতে আত্মহত্যা করেছেন ৫ দশমিক ৫ শতাংশ মানুষ। এছাড়া রোগের যন্ত্রণা থেকে চিরতরে মুক্তি চেয়ে আত্মহত্যা করেছেন ১৭ দশমিক ১ শতাংশ ভারতীয় নাগরিক। দ্য টাইমস অব ইন্ডিয়া, দ্য প্রিন্ট, ইন্ডিয়া টুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।