Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বৈরুত বন্দরে ৪ টন বিস্ফোরক উদ্ধার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

লেবাননের বৈরুত বন্দরের প্রবেশমুখের কাছে চার দশমিক ৩৫ টন অ্যামোনিয়াম নাইট্রেট পেয়েছে সেনাবাহিনী। বৃহস্পতিবার এক বিবৃতিতে সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। গত মাসে একই এলাকায় বিপুল পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরিত হয়ে ১৯১ জন নিহত হয়েছিল। বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে, বন্দরের ওই এলাকা পরিদর্শনের জন্য সেনাবাহিনীর বিশেষজ্ঞদের তলব করা হয়েছিল। পরে তারা বন্দরের কাছে চারটি কনটেইনারে চার দশমিক ৩৫ টন অ্যামোনিয়াম নাইট্রেট পায়। বিপুল পরিমাণ এই রাসায়নিক কোথা থেকে এসেছে কিংবা এর মালিক কে সেই বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বৈরুত-বন্দর
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ