Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিদেশি হস্তক্ষেপ ছাড়াই সিরিয়ার সমাধান প্রয়োজন : রাশিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার জন্য প্রয়োজন রাজনৈতিক সমাধান তবে সেক্ষেত্রে বিদেশি কোনো হস্তক্ষেপ থাকতে পারবে না। এজন্য অবশ্যই জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়া ২২৫৪ নম্বর প্রস্তাব অনুসরণ করতে হবে। বৃহস্পতিবার রাশিয়ার রাজধানী মস্কোয় জাতিসংঘের সিরিয়া বিষয়ক বিশেষ দ‚ত গেইর পেডারসেনের সঙ্গে বৈঠকের সময় ল্যাভরভ এসব কথা বলেছেন। ২০১৫ সালের ১৮ ডিসেম্বর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ২২৫৪ নম্বর প্রস্তাব সর্বসম্মতভাবে পাস হয়। ওই প্রস্তাবে সিরিয়ায় যুদ্ধবিরতির বাস্তবায়ন এবং রাজনৈতিক সমাধানের আহবান জানানো হয়। প্রস্তাবে জাতিসংঘের তত্ত্বাবধানে সিরিয়ায় বিশ্বাসযোগ্য, অংশগ্রহণম‚লক ও অসাম্প্রদায়িক সরকার গঠনের কথা বলা হয়। নয় মাস বিরতির পর গত সোমবার জেনেভায় জাতিসংঘের মধ্যস্থতায় সিরিয়া বিষয়ক শান্তি আলোচনার তৃতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। এ বৈঠকের প্রশংসা করে ল্যাভরভ বলেন, যদিও এতে সমস্ত সমস্যার সমাধান হয়ে যায় নি বা সব বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয় নি, তারপরও এ বৈঠক অনুষ্ঠানের গুরুত্ব রয়েছে এবং এটি অনেকটাই ফলপ্রস‚ হয়েছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিরিয়া সমস্যা সমাধানের ক্ষেত্রে দেশটির সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অক্ষন্ডতা রক্ষা করা জরুরি। তাস, পার্সটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিরিয়া-সমাধান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ