মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ভুয়া ভোট দিয়েছিলেন দুই ভারতীয়। দীর্ঘ তদন্তের পর তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হলো। তারা দোষী সাব্যস্ত হলে এক বছরের কারাদন্ড এবং এক লাখ ডলার জরিমানার মুখে পড়বেন। জানা গেছে, বাইজু পত্তকুলাথ থমাসসহ (৫৮) ১২ জন বিদেশী যুক্তরাষ্ট্রের নাগরিক না হওয়া সত্তে¡ও তথ্য গোপন করে ভোটার নিবন্ধন করেন। এরপর তারা ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটও দেন। নর্থ ক্যারোলাইনার জেলা আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের অভিবাসন ও কাস্টমসের হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশন (এইচএসআই) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী নাগরিক ছাড়া কেউ ভোটার নিবন্ধন করতে পারেন না। কিন্তু এই ব্যক্তিরা পরিচয় গোপন করে মিথ্যা তথ্য দিয়ে ভোটার হয়েছেন। বাইজু থমাস ছাড়াও আরেকজন ভারতীয় রুব কাউর আতার সিং (৫৭) থাকতেন মালয়েশিয়া। তিনিসহ সাতজন বিদেশী সেখান থেকে যুক্তরাষ্ট্রে গিয়ে ভুয়া ভোটার হয়ে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়েছেন। তারা দোষী সাব্যস্ত হলে ছয় বছরের কারাদন্ড এবং সাড়ে তিন লাখ ডলার জরিমানার মুখে পড়বেন। ভোট জালিয়াতির বিষয়ে কয়েক বছরের কেন্দ্রীয় তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র। দুই ভারতীয়সহ বেশ কয়েকজন বিদেশীর বিরুদ্ধে অভিযোগ গঠন সেই প্রক্রিয়ারই অংশ। পিটিআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।