Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিস্ফোরণে ভারতীয় কমান্ডার নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

চীন ও ভারতের উত্তেজনার মধ্যে দু’দেশের সীমান্তের প্যাংগং হ্রদের তীরে মাইন বিস্ফোরণে ভারতের স্পেশাল ফোর্সেস ইউনিটের এক কমান্ডাে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। ৫৩ বছর বয়সী নিহত কমান্ডাে তেনজিং নিয়াম ভারতে আশ্রয় নেয়া তিব্বতি পরিবারের সদস্য। তিনি ভারতের ‘স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স-এসএফএফ’র সদস্য ছিলেন বলে তার পরিবার ও ভারতের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। ভারতে উল্লেখযোগ্য সংখ্যক তিব্বতিদের উপস্থিতিকে দীর্ঘদিন ধরেই তাদের ভৌগলিক অখন্ডতার জন্য হুমকি হিসেবে বিবেচনা করে আসছে চীন। শরণার্থীদের নেতৃত্বদানকারী তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামাকে ‘বিপজ্জনক বিচ্ছন্নতাবাদী’ হিসেবে দেখে বেইজিং। বুধবার ৩ সেপ্টেম্বর এক সংবাদ ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া ছানইং জানিয়েছেন, তিব্বতিরা ভারতের পক্ষ হয়ে চীনের বিরুদ্ধে লড়াই করা নিয়ে সতর্ক করেছেন। সম্প্রতি পূর্ব লাদাখের প্যাংগং লেক সীমান্ত এলাকায় চীন ও ভারতীয় বাহিনী প্রায় মুখোমুখি সংঘর্ষের পরপরই উত্তপ্ত। জুনে ওই এলাকায় দুই বাহিনীর সংঘর্ষে অন্তত ২০ ভারতীয় সেনা নিহত হন। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারতীয়-কমান্ডার-নিহত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ