বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনা চিকিৎসায় দেশ-বিদেশে কার্যকর ঔষধের তালিকায় প্রথম সারীতে স্থান আইভারমেক্টিনের (রাবৎসধপঃরহ) প্রথম স্বপ্নদ্রষ্টা একজন সাধারন পরিবার পরিকল্পনা পরিদর্শক মো: দুলাল উদ্দিন। তিনি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের পরিদর্শক।
তাঁর এ সাফল্যময় গবেষনায় তোলপাঁড় সৃষ্টি হয়েছে ময়মনসিংহের স্বাস্থ্য বিভাগসহ সংশ্লিষ্ট প্রশাসনের ভেতরে-বাইরে। গত ১২ আগষ্ট করোনা চিকিৎসায় দেশে আইভারসেক্টিনের প্রথম চিন্তাধারক হিসেবে জাতীয় করোনা কমিটির স্বীকৃতি চেয়ে বাংলাদেশ মেডিকেল রির্সাচ কাউন্সিলের পরিচালক বরাবরে লিখিত আবেদন করেছেন এ সফল গবেষক।
পরিদর্শক দুলাল উদ্দিন জানান, করোনা মহামারী শুরুতে আমি বিশ্বের অতীত মহারামারী গুলো নিয়ে গবেষনা করে কলেরা রোগের সাথে করোনার মিল খুজে পাই, যা সহজেই নিরাময় যোগ্য। তখন করোনা ভাইরাসের জিনোম সিকোয়েন্স অধ্যায়ন করে করোনা ভাইরাস পরজীবি জীবনচক্রের সাথে সাদৃশ্য পাই। এরপর বাজারের পরজীবি ঔষধ গুলো গবেষনা করে আইভারমেক্টিনকে কার্যকরী ঔষধ বলে মনে করে চলতি বছরের ২৬ মার্চ আমার ফেইসবুক আইডিকে পোষ্ট করি। যা দেশ-বিদেশে কারোনা চিকিৎসায় আইভারমেক্টিন কার্যকর ঔষধের তালিকার প্রথম সারীতে স্থান পেয়েছে।
গৌরীপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: কামাল হোসেন বলেন, দেশের দূর্যোগে এমন একটি ভালো চিন্তার জন্য আমরা তাকে স্বাগত জানিয়েছি। সবার মাথায় যা আসেনি, দেশের কথা ভেবে তিনি তা নিয়ে চিন্তা করতে পেরেছেন। তাঁর এই উদ্বোবনী চিন্তা উর্ধ্বতন কর্তৃপক্ষ ভেবে দেখবেন বলে আশা করছি।
দুলাল উদ্দিনের এ গবেষনা ছোট করে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ পরিবার পরিকল্পনা বিভাগের সাবেক উপ-পরিচালক আবু তাহা মো: এনামুর রহমান। তিনি বলেন, তাঁর এই গবেষনা দেশের দূর্যোগে একটি ভালো চিন্তার উৎকৃষ্ট উদাহরণ।
এবিষয়ে ময়মনসিংহের জেলা প্রশাসক মো: মিজানুর রহমান বলেন, এটি একটি ভালো চিন্তা। কিন্তু এবিষয়ে আমাদের কিছু করার নেই। তবে তিনি লিখিত ভাবে আবেদন করলে বিষয়টি আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টিতে আনতে চেষ্টা করব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।