Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহী বিভাগে করোনা শনাক্তের সংখ্যা ১৮ হাজার ছাড়াল

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০২০, ১:১৫ পিএম

রাজশাহী বিভাগে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ছাড়িয়েছে। বিভাগে গত ২৪ ঘন্টায় নতুন ৮৬ জন শনাক্তের পর এখন মোট আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ৮৩ জন।

বৃহস্পতিবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানান, ৮৬ জন শনাক্তের মধ্যে সর্বোচ্চ ৩৮ জনের বাড়ি বগুড়া। এছাড়া এ দিন রাজশাহীতে ১৪ জন, চাঁপাইনবাবগঞ্জে দুইজন, নাটোরে ১২ জন, জয়পুরহাটে দুইজন এবং সিরাজগঞ্জে ১৮ জন শনাক্ত হয়েছেন।
রাজশাহী বিভাগে সর্বোচ্চ ৬ হাজার ৭৯৯ জন শনাক্ত হয়েছেন বগুড়ায়। এছাড়া রাজশাহীতে ৪ হাজার ৬১২ জন, চাঁপাইনবাবগঞ্জে ৭০৪ জন, নওগাঁয় এক হাজার ১৫৬ জন, নাটোরে ৮৬৭, জয়পুরহাটে ৯৫৯, সিরাজগঞ্জে ১ হাজার ৯৬৬ জন এবং পাবনায় এক হাজার ২০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
বুধবার বিভাগের বগুড়ায় এক করোনা রোগীর মৃত্যু হয়েছে। বিভাগে এখন মোট মৃত্যুর সংখ্যা ২৬২ জন। এর মধ্যে সর্বোচ্চ ১৫৭ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। এছাড়া রাজশাহীতে ৪২ জন, চাঁপাইনবাবগঞ্জে ১২ জন, নওগাঁয় ১৭ জন, নাটোরে আটজন, জয়পুরহাটে পাঁচজন, সিরাজগঞ্জে ১২ জন এবং পাবনায় ৯ জন মারা গেছেন।
বুধবার সুস্থ হয়েছেন ১৩৭ জন। এর মধ্যে ৫৬ জনের বাড়ি বগুড়া। এছাড়া এ দিন রাজশাহীতে ৫৮ জন, নওগাঁয় একজন, নাটোরে ১১ জন, জয়পুরহাটে একজন, সিরাজগঞ্জে চারজন এবং পাবনায় ছয়জন করোনা জয় করেছেন।
বিভাগে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩ হাজার ৪৯৫ জন। এর মধ্যে রাজশাহীর ৩ হাজার ২৭০ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫৫১ জন, নওগাঁর এক হাজার ৩৫ জন, নাটোরের ৬২৭ জন, জয়পুরহাটের ২২৯ জন, বগুড়ার ৫ হাজার ৭৪৮ জন, সিরাজগঞ্জের এক হাজার ১৪৮ জন এবং পাবনার ৮৮৭ জন করোনামুক্ত হয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ