Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমনের তালিকায় আরো ৪০ জনের নাম

নতুন কোন মৃত্যু সংবাদ নেই

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০২০, ১২:১৭ পিএম

দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমনে আক্রান্তের তালিকায় আরো ৪০ জনের নাম যূক্ত হল। তবে বৃহস্পতিবার সকালের পূর্ববর্তী ২৪ ঘন্টায় কোন মৃত্যু সংবাদ নেই। আগের ২৪ ঘন্টায় একজনের মৃত্যু সহ আক্রান্তের সংখ্যা ছিল ৬০। এনিয়ে দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমনে আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৭০৬ জনে উন্নীত হল। মৃত্যু হয়েছে ১৫৯ জনের। আর স্বাস্থ্য বিভাগের অনুমিত হিসেবে গত ২৪ ঘন্টায় ৬৩ জন সহ ৬ হাজার ৬০২ জন সুস্থ্য হয়েছে বলে জানা গেছে।
এসময়ে বরিশাল ও ভোলাতে ৩২০ জনের নমুনা পরিক্ষায় ৪০ জনের করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। এরমধ্যে শের এ বাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৮২ জনের নমুনা পরিক্ষায় ৩৮ জন ও ভোলাতে ৩৮ জনের মধ্যে দুজনের করোনা পজিটিভ সনাক্ত হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার সকালের পূববর্তি ২৪ ঘন্টায় পটুয়াখালী ও ঝালকাঠী ছাড়া অন্য সব জেলাগুলোতেই আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে। এসময়ে ঝালকাঠীতে আক্রান্তের সংখ্যা আগের দিনের ৭ থেকে ১৩ জনে উন্নীত হয়েছে । চার উপজেলার ছোট এ জেলাটিতে এ পর্যন্ত ৬৫৪ জন আক্রান্তের মধ্যে ১৫ জনের মৃত্যু হয়েছে। অপরদিকে পটুয়াখালীতেও বৃহস্পতিবার আক্রান্তের সংখ্যা ৫ থেকে ৭ জনে উন্নীত হয়েছে। জেলাটিতে এ পর্যন্ত ১ হাজার ৩৩০ জন আক্রান্তের মধ্যে ৩৭ জনের মৃত্যুর কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
বরিশালে গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা আগের দিনের ২৯ থেকে ১৮ জনে হ্রাস পেলেও দক্ষিণাঞ্চলের সর্বাধীক সংক্রমিত জেলাটিতে এ পর্যন্ত ৩ হাজার ১৯০ জন আক্রান্তের মধ্যে ৬৩ জনের মৃত্যু ঘটেছে। যার মধ্যে বরিশাল মহানগরীর অবস্থা সবচেয়ে ঝুকিপূর্ণ। ভোলাতেও আক্রান্তের সংখ্যা আগের দিনের ৩ থেকে একজনে হ্রাস পেয়েছে। জেলাটিতে সর্বমোট আক্রান্ত ৬৬৯ জনের মধ্যে মারা গেছেন ৬ জন। পিরোজপুর আর বরগুনাতে গত ২৪ ঘন্টায় নতুন কোন আক্রান্ত নেই। আগের ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ছিল যথাক্রমে ৯ ও ৭ জন। এ জেলা দুটির মধ্যে পিরোজপুরে এ পর্যন্ত ৯৯৫ জন আক্রান্তের মধ্যে মারা গেছেন ২০জন। আর বরগুনাতে ৮৬৩ জন আক্রান্তের মধ্যে ১৮ জনের মৃত্যু ঘটেছে।
এদিকে বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করেনা আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিনই বেড়ে চলেছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত হাসপাতালটির করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল ৪৯ জন। যা আগের দিন ছিল ৪৭। মঙ্গলবারে সংখ্যাটা ছিল ৪৩। অপরদিকে হাসপাতালটির আইসোলেশন ওয়ার্ডে বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন ছিল ২৯ জন। যা দুদিন আগে ছিল ৩৯। আর নিবিড় পরিচর্যা কেন্দ্রে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ৮জন চিকিৎসাধীন ছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ