প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
নভেল করোনায় আক্রান্ত হয়েছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা ও সাবেক রেসলার ডোয়াইন জনসন। তবে তিনি একাই নন, এই ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন অভিনেতার পুরো পরিবার। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনটি নিজেই নিশ্চিত করেছেন 'দ্য রক' খ্যাত এই চিত্রতারকা।
নিজেদের করোনা আক্রান্তের খবর জানিয়ে ইন্সটাগ্রামে ডোয়াইন জনসন লেখেন, 'প্রায় তিন সপ্তাহ আগেই আমাদের পরিবারের সকলের কোভিড-১৯ পজিটিভ এসেছে। আপাতত আমরা সবাই সুস্থ আছি।'
ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার অভিজ্ঞতা শেয়ার করে তিনি আরও বলেন, 'পরিবার হিসেবে এটা মোকাবিলা করা আমাদের জন্য বেশ কঠিন ও চ্যালেঞ্জিং ছিলো। তবুও চেষ্টা করেছি পরিবারকে সুরক্ষা দিতে। কিন্তু ভাইরাসটিতে আক্রান্ত হওয়া কোনো গুরুতর আহত কিংবা ইনজুরি থেকে ভিন্ন রকম একটি অভিজ্ঞতা। তাই আমাদের আরও বেশি সতর্ক থাকতে হবে।'
'ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস' খ্যাত এই অভিনেতা জানান, বর্তমানে কোভিড-১৯ থেকে মুক্তি পেয়েছেন তারা। এমনকি ভাইরাসটির কোনো উপসর্গ তাদের শরীরে নেই। অভিনেতার কথায়, 'আমরা ভাগ্যবান, কেননা সবাই করোনা জয় করে সুস্থ হতে পারে না।'
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।