Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাল ৫ দফা দাবিতে প্রেসক্লাবের সামনে কিন্ডারগার্টেন শিক্ষকদের অনশন কর্মসূচি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০২০, ৩:৪৬ পিএম

আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্ডারগার্টেন শিক্ষকদের ৫ দফা দাবিতে অনশন কর্মসূচি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ এসোসিয়েশনের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম খন্দকার এতে সভাপতিত্ব করবেন।

তিনি বলেন, আজ বুধবার কর্মসূচি নির্ধারিত থাকলেও ভারতের প্রাক্তন প্রেসিডেন্ট প্রণব মুখার্জির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় আমরা একদিন পিছিয়ে আগামীকাল কর্মসূচি পালন করব। তিনি বলেন, দেশের প্রায় ১০ লক্ষ অধিকারবঞ্চিত কিন্ডারগার্টেন শিক্ষকের জন্য সরকারী অর্থবরাদ্দ ও প্রণোদনাসহ ৫ দফা দাবী বাস্তবায়নে আমাদের এই অনশন কর্মসূচি। তিনি কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কর্মসূচি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ