মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের ১৪টি জেলা বন্যায় বিপর্যস্ত, ব্যাপক ক্ষয়ক্ষতি
ইনকিলাব ডেস্ক : ভারতের বিহার রাজ্যে বন্যা পরিস্থিতির তেমন কোনও অগ্রগতি হয়নি। এখনও তা ভয়াবহ আকার ধারণ করে আছে। পূর্ণিয়া জেলা থেকে নতুন করে দু’জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে এখন পর্যন্ত বিহারে বন্যায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৯১। ১৪টি জেলা বন্যায় বিপর্যস্ত। স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ১৪টি জেলার ৭৮টি ব্লক এলাকা প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন ৬৪২টি পঞ্চায়েতের প্রায় ৩৩ লাখ মানুষ। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু তা পুরোপুরি নিরূপণ করা সম্ভব হয়নি বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। বন্যায় সবচেয়ে বেশি মৃত্যুর খবর এসেছে পূর্ণিয়া জেলা থেকে। ২৮ জন মারা গেছেন এই জেলায়। এছাড়াও আরারিয়া জেলায় নিহতের সংখ্যা ২১, কাটিহারে ১৫ ও সুপুয়ালে ৮ জন মারা গেছেন। কিষাণগঞ্জে নিহতের সংখ্যা ৫, মাধেপুরা ও গোপালগঞ্জে ৪ এবং দ্বারভাঙায় ৩ জন মারা গেছেন। সহর্ষা সারণ ও মুজাফ্ফরনগর জেলায় মারা গেছেন একজন করে। প্রসঙ্গত, নেপালে প্রবল বৃষ্টির ফলে রাজ্যের বিভিন্ন এলাকায় বিপদসীমার বেশ উপর দিয়ে প্রবাহিত হচ্ছে গঙ্গা। খাগাড়িয়ার বালতারা ও কাটিহারের কুরসেলা এলাকায় কোশি নদীও প্রবাহিত হচ্ছে বিপদসীমার উপর দিয়ে। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ২ লাখ হেক্টর কৃষিজমি। বন্যাকবলিত এলাকায় খোলা হয়েছে ৪৬৪টি ত্রাণশিবির। বিভিন্ন আশ্রয়কেন্দ্রে রয়েছেন প্রায় ৩ লাখ ৮৬ হাজার ৪৪৯ জন। ২২৪টি মেডিক্যাল টিম উপদ্রুত এলাকায় কাজ করছে। এছাড়াও বন্যাদুর্গতদের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করছে স্থানীয় প্রশাসন। ভারতের কেন্দ্র সরকারও বন্যা মোকাবিলায় প্রয়োজনীয় সাহায্য করবে বলে জানিয়েছে। বন্যাকবলিত এলাকায় উদ্ধার ও ত্রাণকাজ চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও বিহারের বিপর্যয় মোকাবিলা দফতর। টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।