মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মাদক চোরাকারবারে জড়িতদের শায়েস্তা করতে কঠোর অবস্থান দুতার্তের
ইনকিলাব ডেস্ক : ফিলিপাইনের প্রেসিডেন্ট রড্রিগো দুতার্তে তার দেশের সরকারি কর্মকর্তা, বিচারক, এমনকি পার্লামেন্ট সদস্যদের বিরুদ্ধে মাদক চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগ করেছেন। মাদক নিয়ন্ত্রণে মানবাধিকার ক্ষুণœ হলেও তার পরোয়া করেন না বলে উল্লেখ করে তিনি মাদক চোরাচালানকারীদের বিরুদ্ধে ‘হত্যার জন্য গুলি’র নির্দেশ নীতির পুনরুল্লেখ করেন। গতকাল রবিবার সকালে টেলিভিশনে প্রকাশিত এক বক্তব্যে দুতার্তে খোলাখুলিভাবে সরকারি কর্মকর্তাদের নাম প্রকাশ করেন। এর আগে মাদক চোরাচালানকারীদের বিরুদ্ধে তার হত্যার জন্য গুলি’র নীতি নির্দেশ পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, যদি আমি বেঁচে থাকি, তাহলে তার মেয়াদের শেষ দিন পর্যন্ত এই নীতি অনুসরণ করবেন। দুতার্তে ওই সরকারি কর্মকর্তাদের আদালতের সামনে জনসমক্ষে দাঁড় করিয়ে বিচার করার কথা বলেছেন বলে খবরে উল্লেখ করা হয়। গত শনিবার প্রেসিডেন্ট দুতার্তে চোরাচালানকারীদের বিরুদ্ধে তার হত্যার জন্য গুলির নীতি চালিয়ে যাওয়ার পক্ষে কথা বলেছিলেন। প্রেসিডেন্সিয়াল প্যালেসে দুতার্তে তার সমালোচকদের উদ্দেশ্য করে কঠোর ভাষায় বলেন, আপনারা এটা বিশ্বাস করতে পারেন যে আমি মানবাধিকারের পরোয়া করি না। ফিলিপাইনভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম র্যাপলার জানিয়েছে, দুতার্তে মাদক চোরাচালানের সঙ্গে জড়িতদের যে তালিকা দিয়েছেন তাতে পুলিশ ও সেনা কর্মকর্তাসহ মোট ১৫৮ কর্মকর্তার নাম রয়েছে। সেখানে আরও রয়েছে সাত বিচারক এবং তিন পার্লামেন্ট সদস্যের নাম। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।