মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : আরো একটি হিরোশিমা যেন সৃষ্টি না হয় তা নিশ্চিত করতে পারমাণবিক অস্ত্রে সমৃদ্ধ দেশগুলোকেই তাগিদ দিলেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। হিরোশিমা দিবসের ৭১তম বার্ষিকীতে জাপানের হিরোশিমা শহরে অনুষ্ঠিত স্মরণসভায় তার এই বার্তা পড়ে শোনানো হয়। জাতিসংঘ মহাসচিবের বার্তা পাঠ করে শোনান তার মুখপাত্র। বার্তায় মুন বলেন, পৃথিবীকে পারমাণবিক অস্ত্রমুক্ত করা সহজ কাজ নয়। অস্ত্রে সমৃদ্ধ রাষ্ট্রগুলোকে নিশ্চিত করতে হবে যেন আরো একটি হিরোশিমা সৃষ্টি হতে না পারে। পারমাণবিক অস্ত্রের ভয়াবহতা বন্ধে, সব রাষ্ট্রের প্রতি সংলাপের ঐক্যবদ্ধ ক্ষেত্র তৈরির আহ্বান জানান বান কি মুন। মুনের বার্তায় বলা হয়, আজকের দুনিয়ায় হিবাকুশাদের মতো সাহস ও শক্তি অনেক বেশি প্রয়োজন। প্রসঙ্গত স্মরণসভায় ৯১টি দেশের প্রতিনিধিরা যোগ দেন যাদের মধ্যে ব্রিটেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মতো পারমাণবিক অস্ত্রে সমৃদ্ধ দেশগুলোও ছিল। এছাড়াও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলও উপস্থিত ছিলেন। বিবিসি, রয়টার্স, এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।