মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
হিরোশিমার স্মরণসভায় তেজস্ক্রিয়তার ভয়াবহতা সম্পর্কে নতুন প্রজন্মকে সচেতন করার আহ্বান আবের
ইনকিলাব ডেস্ক : জাপানসহ সারা বিশ্বে হিরোশিমা আণবিক বোমা হামলার ৭১তম বার্ষিকী পালন করা হয়েছে। এই উপলক্ষে গত শনিবার হিরোশিমাতে আয়োজিত এক স্মরণসভায় নতুন প্রজন্মকে তেজস্ক্রিয়তার ভয়াবহতা সম্পর্কে স্পষ্ট ধারণা দেয়ার তাগিদ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে। একই সঙ্গে পরমাণু অস্ত্রমুক্ত পৃথিবীর পক্ষে লড়াইয়ের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। এদিকে, পারমাণবিক অস্ত্রমুক্ত পৃথিবী গড়া সহজ কাজ হবে না বলে জানান জাতিসংঘ মহাসচিব বান কি মুন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে, ১৯৪৫ সালের ৬ আগস্ট, সকাল ৮টা ১৫ মিনিটে, ৬০০ কিলোমিটার উচ্চতা থেকে যুক্তরাষ্ট্রের নিক্ষেপ করা পারমাণবিক বোমায় একসঙ্গে ১ লাখ ৪০ হাজার মানুষের মৃত্যু হয়। হৃদয়ে বিস্ফোরণের ক্ষত নিয়ে হিরোশিমার অভিশপ্ত মাটিতে সেই আণবিক বোমা হামলার ৭১তম বার্ষিকী উদযাপন করছে জাপান। এদিন সকাল ৮টা ১৫ মিনিটেই হিরোশিমায় নিহতদের স্মরণে নীরবতা পালন করা হয়। এই স্মরণসভায় প্রধানমন্ত্রী শিনজো আবে আণবিক বোমার ভয়াবহতা প্রত্যক্ষ করতে বিশ্বনেতাদের হিরোশিমা সফরের আহ্বান জানান। এ সময় তিনি এই ধরনের অস্ত্রের বিস্তার রোধে পারমাণবিক বোমায় আক্রান্ত একমাত্র দেশ জাপানের ভূমিকাও উল্লেখ করেন। আবে বলেন, এই অস্ত্রের বিস্তার রোধে সম্মিলিতভাবে কার্যকরী পদক্ষেপ নিয়ে দেখাতে হবে। তিনি জানান, পারমাণবিক বোমার শিকার একমাত্র দেশ জাপানের তিনটি প্রধান নীতি হচ্ছেÑ কখনোই পারমাণবিক বোমা উৎপাদন, সংরক্ষণ ও অনুমোদন না করা। এই প্রসঙ্গে নিউক্লিয়ার নন-প্রোলিফেরেশন ট্রিটির গুরুত্বের কথাও উল্লেখ করেন তিনি। বিশ্বকে এই অস্ত্রমুক্ত করার লড়াইয়ে নিজের অবস্থান ও উদ্যোগ ধরে রাখার অঙ্গীকার ব্যক্ত করে পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র ও পারমাণবিক অস্ত্রবিহীন রাষ্ট্রগুলোকে যৌথভাবে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী আবে। বিশ্বনেতাদের সঙ্গে সঙ্গে নতুন প্রজন্মকে তেজস্ক্রিয়তার ভয়াবহ বাস্তবতা সম্পর্কে ধারণা দেয়ার কথাও বলেন তিনি। উল্লেখ্য, আনুষ্ঠানিক পরিসংখ্যান অনুযায়ী জাপানে এখনো ১ লাখ ৭৪ হাজার ৮০ জন হিবাকুশা (আণবিক হামলায় বেঁচে যাওয়া মানুষ) বেঁচে আছেন, তাদের গড় বয়স ৮০ বছর। জাপান টাইমস, সিএনএন, বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।