Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

ট্রাম্পকে বহনকারী বিমানের জরুরি অবতরণ

প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পেকে বহনকারী তার ব্যক্তিগত বিমানকে মাঝ আকাশ থেকে জরুরি অবতরণ করানো হয়েছে। ইঞ্জিনে সমস্যা দেখা দেয়ায় এ জরুরি অবতরণ করা হয়। গত বুধবার এ ঘটনা ঘটে। ট্রাম্পের ব্যক্তিগত সূত্র জানায়, ধনুকুবের ট্রাম্প তার বাসস্থান নিউইয়র্ক থেকে নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে তার ব্যক্তিগত বোয়িং ৭৫৭ বিমানে করে আরকানসাস অঙ্গরাজ্যের লিটিল রকে যাচ্ছিলেন। পথিমধ্যে ইঞ্জিনে সমস্যা দেখা দেয়ায় বিমানটিকে দ্রুত নিকটবর্তী টেনেসির ন্যাশভিল বিমানবন্দরে অবতরণ করানো হয়। পরে ট্রাম্প অবশিষ্ট পথ একটি চার্টার বিমানে চড়ে পাড়ি দেন। নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘন্টা পর তিনি লিটিল রকে পৌঁছান। সেখানে প্রায় ১১,৫০০ সমর্থক অপেক্ষায় ছিলেন তার বক্তব্য শোনার জন্য। টেলিগ্রাফ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্পকে বহনকারী বিমানের জরুরি অবতরণ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ