Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বগুড়ায় করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ১৫৬

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০২০, ৩:০৮ পিএম

বগুড়ায় করোনায় মৃত্যুর মিছিলে যোগ হলো আরও ৩ জন। মঙ্গলবার দুপুরে বগুড়া স্বাস্থ্য বিভাগের অন লাইন প্রেস ব্রিফিংয়ে জানানো হয় যে, গত ২৪ ঘন্টায় বগুড়ায় করোনায় আক্রন্তদের মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২ জনের বাড়ি বগুড়ায়। বাকি ১ জনের বাড়ি অন্য জেলায়। এদিকে করোনায় আক্রান্তের হার আগের মতই অব্যাহত রয়েছে। জেলায় নতুন করে আরও ৬৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৩ শত ৬ জনের নমুনা পরীক্ষার ফলাফলে ৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে বগুড়ায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ৭ শত ৩৭ জন। নতুন ৭৮ জন সহ মোট সুস্থ ৫ হাজার ৬ শত ৪০ জন। এছাড়া নতুন ৩ জনের মৃত্যুর মধ্য দিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িযেছে ১ শ’ ৫৬ জন ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ